v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-08 20:44:36    
সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার প্রিয় অনুষ্ঠান

cri
    বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা জেমস তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর একজন নতুন শ্রোতা। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি এবং আমার খুব ভাল লাগে। কারণ এটি বিদেশী অনুষ্ঠান হলেও এ থেকে অনেক শিক্ষা লাভ করা যায়। এ থেকে শুধু শিক্ষা লাভই নয় বিনোদন, চীনা গান, সংস্কৃতি , চীনের বিভিন্ন কিছু সম্পর্কে জানা যায়। এ থেকে আমাদের অনেক জ্ঞানার্জন হয়। আমি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। এখানে আমার বন্ধুরাও সি আর আই –এর অনেক পুরাতন সদস্য। তাদের কাছ থেকেই আমি এ অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা হয়েছি। আমার বন্ধুরা আমাকে এ অনুষ্ঠানের প্রতি অনুপানিত করেছে। তাই আমিও আশা করব সি আর আই আমাকে তাদের নিয়মিত শ্রোতা সদস্যের মধ্যে স্থান দিবো। সি আর আই-এর কাছে এটি আমার প্রথম চিঠি। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনবো। আমি নিয়মিত আপনাদের কাছে চিঠি পাঠাবো।আমি বিশেষভাবে আমার সব বিদেশী অনুষ্ঠানের মধ্যে এটিকে প্রিয় হিসেবে বেছে নিয়েছি। কারণ এটি আমার হৃদয়ে দাগ কেটেছে। বন্ধু জেমস , আপনি একজন নতুন শ্রোতা। এটা আপনার প্রথম চিঠি । কিন্তু আপনার এই চিঠি পড়ে খুব ভাল লাগে। কেননা , আমদের শ্রোতাদের সংখ্যা সত্যিই দিন দিন বাড়ছে। আপনার মতো শ্রোতা পেয়ে আমরা খুব খুশী। আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে গ্রহণ করবো। আশা করি , আপনার প্রভাবে আপনার চারপাশের বন্ধু-বান্ধুব , আত্মীয়স্বজনরা আমাদের বাংলা আনুষ্ঠা শুনতে শুরু করবেন। আশা করি আপনি নিয়মিত আমাদের চিঠি লিখবেন।

    বাংলাদেশের সিলেট জেলার শ্রোতা মো: আরিফ তাঁর চিঠিতে লিখেছেন, প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের প্রচারিত এত সুন্দর ও সত্য ঘটনা বহুল সংবাদ প্রচারের জন্যে। বর্তমানে বাংলাদেশে তথা বিশ্বের সাম্প্রতিক সত্য ঘটনা/খবর শুনার জন্য রেডিও হাতে নিয়ে বসে থাকি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে। সব মিলিয়ে এটি একটি প্রশংনীয় অনুষ্ঠান। আমি এ অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা হতে চাই। তাই এ অনুষ্ঠানের নতুন একটি সূচী পাঠালে আনন্দিত হব। বন্ধু আরিফ, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আপনার চিঠি আমরা মাঝে মাঝে পড়ি। আমরা অবশ্যই আপনাকে অনুষ্ঠান সূচী পাঠাবো। আশা করি, আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    বগুড়া জেলার শ্রোতা মো: জিল্লুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, ' আমি আপনাদের একজন নতুন শ্রোতা। তাই অনুষ্ঠান বিষয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে। তাই চলুন বেড়িয়ে আসি' বিষয়ে কিছু লিখলাম। 'চলুন বেড়িয়ে আসি' সত্যিই খুব ভাল অনুষ্ঠান। যখন কোন স্থানে চমকপ্রদ বণর্না দেন, তখন মনে হয় সত্যিই আমি সেখানে বেড়াতে গেছি। বণর্নার সুন্দর দৃশ্যগুলি বণর্না করার সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে। আমি দেখি, আর কেউ দেখে না। হৃদয়ে গভীরভাবে উপলদ্ধি করি। মনে হয় চীন দেশটি কত সুন্দর, কত মনোহর, আর কতই না চমকপ্রদ। ' বন্ধু জিল্লুর রহমান। আপনার চিঠি পড়ে আমার খুব ভাল লেগেছে। সুযোগ পেলে আপনি সশরীরে চীনে এক বার বেড়াতে আসবেন। চীনে সত্যিই অনেক অনেক দেখার মতো জায়গা আছে।

    বাংলাদেশের নরসিংদী জেলার শ্রোতা মো: মিজানুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, ' আমি একজন নতুন শ্রোতা। এই প্রথম আমি আপনাদের কাছে চিঠি লিখলাম। আপনাদের অনুষ্ঠান আমার কাছে খুবই প্রিয়।এক দিন সকাল ৮টার সময় আপনাদের চীনা অনুষ্ঠানের ধ্বনি ভেসে উঠে আমার রেডিওতে। সেই থেকে আমি আপনাদের অনুষ্ঠানের আশায় বসে থাকি কখন আপনাদের অনুষ্ঠান আসবে। জানি না আপনাদের এ অনুষ্ঠানে যাদু আছে কিনা। আধুনিক বিশ্বের ঘটনা বহুল একটি অনুষ্ঠান।এবং এ অনুষ্ঠান থেকে দেশ বিদেশের খবর জানা যায়। যা আমার কাছে খুবই ভাল লাগে। বন্ধু মিজানুর রহমান, আপনি একজন নতুন শ্রোতা হলেও খুব সুন্দর চিঠি লিখেছেন। আপনার মতো একজন নতুন শ্রোতা পেয়ে আমরা খুব আনন্দিত। আশা করি, আপনি আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনবেন।

    বাংলাদেশের মাগুবা জেলার শ্রোতা নেছার উদ্দিন তাঁর চিঠিতে লিখেছেন, ' আমি আপনাদের অতি পুরানো শ্রোতা। ১৯৯০ সাল থেকে আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে আসছি। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পযর্ন্ত আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসচ্ছিলাম। কিন্তু কাজে ব্যবস্তার কারনে আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনিনি এবং চিঠিও লিখিও নি। তবু একেবারে শুনতাম না তা নয়। মাঝে মাঝে অবশ্যই শুনতাম। আমার ভাল লাগা অনুষ্ঠানের মধ্যে খবর ও প্রতিবেদন. তা তো বলার অবকাশ রাখে না। তারপর, চলুন বেড়িয়ে আসি , মুখোমুখি ও মিতালী। বন্ধু নেছার উদ্দিন , আপনি একটি লম্বা চিঠি লিখেছেন। সত্যিই আপনি আমাদের একজন অতি পুরানো শ্রোতা। দু:খের বিষয় হল আপনি কাজের ব্যস্তায় কয়েক বছর ধরে আমাদের কাছে চিঠি পাঠাননি। আশা করি, এখন থেকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে চিঠি পাঠাবেন।

    বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলের শ্রোতা মো: মাহবুবুল হক তাঁর চিঠিতে লিখেছেন, " দুপুরে কলিংবেলের শব্দে দরজা খুলে দেখি ডাক পিয়ন দাড়িয়ে। তার কাছেই পেলাম সি আর আই বাংলা বিভাগের পাঠানো ক্যালেন্ডার ভিউকার্ড ইত্যাদি। অনুষ্ঠান বহুদিন যাবত শুনলেও চিঠির মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রাখা হয়নি। বহু দিন সি আর আই বাংলা বিভাগের নানা স্বাদের অনুষ্ঠান শুনে আমার কাছে মনে হয়েছে এর প্রতিটি অনুষ্ঠান অনেক অনেক তথ্যে ভরপুর। বাংলা বিভাগের সমস্ত অনুষ্ঠান আমার ভাল লাগে। বন্ধু মাহবুবুল হক, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আপনার চিঠিতে আমরা জানতে পেয়েছি আপনি একজন ছাত্র। আমরা জানি আপনি পড়াশুনায় খুব ব্যস্ত। কিন্তু ব্যস্তার ফাঁকে ফাঁকে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন। এতে আমরা খুব মুগ্ধ হয়েছি। গত বারের পরীক্ষা

    কেমন হয়েছে? আশা করি ভাল হয়েছে।

    বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা মো: আবুমহসিন প্রাং তাঁর চিঠিতে লিখেছেন, আমি ২০০০ সালে প্রথম চিঠিপত্র লিখছিলাম সি আর আইএর কাছে। আমি মনে করলাম হয়তো আমার পত্র পৌঁছবেনা। কিন্তু কিছু দিন পর আমি আপনাদের কাছ থেকে উত্তর পেলাম। এখন নিয়মিত লিখছি। তা ছাড়া, আপনাদের কাছ থেকে বহু উপহারও পেয়েছি আমি। আমি বলতে চাই আপনাদের অনুষ্ঠান বেশী লোক শোনে না। অনেক লোক বোঝে না বা জানেন না চীনদেশে বাংলা অনুষ্ঠান প্রচার হয়। আমি এখন বুঝতে পারছি কত সুন্দর চীন দেশ আর চীনের মানুষ কত সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলে। মিষ্টি মিষ্টি মধুর কন্ঠে হৃদয় ছৌঁয়া কত গান শুনি। খবর শুনি, বিশ্ব সম্পর্কে ধারণা পাচ্ছি। আমার অন্তরে কথা প্রকাশ করতে পারছি আপনাদের সাহায্যে। বন্ধু আবুমহসিন প্রাং, আপনার লেখা সুন্দর চিঠির জন্য ধন্যবাদ। আশা করি আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। অনুষ্ঠান প্রসংগে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন।