১ থেকে ৭ মে পর্যন্ত চীনারা একটানা সাতদিনের ছুটি ভোগ করেছেন । এ সময়ের মধ্যে চীনের পর্যটন শিল্পেরও বিরাট প্রসার ঘটেছে ।
পেইচিং ছুটিকালীন পর্যটন সংক্রান্ত কাজকর্ম নেতৃগ্রুপের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , গত সাত দিনের মধ্যে পেইচিংয়ের পুরনো রাজপ্রাসাদ , পাতালিং মহাপ্রাচীর ও স্বর্গ মন্দিরসহ বিশ্ব সাংস্কৃতিক পুরাকীর্তি বরাবরের মত পর্যটকদের গভীরভাবে আকৃষ্ট করেছে । গত এক সপ্তাহের মধ্যে ৪৮ লাখ ৬০ হাজার পর্যটক পেইচিং ভ্রহণে এসেছেন । এটি গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ৮.৪ শতাংশ বেশি ।
একই সময়ের মধ্যে দেশ বিদেশের ৩ লাখ ৩০ হাজার পর্যটক চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণ করেছেন । এটি গত বছরের একই সময়ের চেয়ে ৩৩ শতাংশ বেশি ।
গত সাত দিনে পেইচিং ও তিব্বতের মত চীনের অন্যান্য অঞ্চলেও বহু সংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন । অনেক চীনা লোক হংকং ও ম্যাকাওও ভ্রমণ করেছেন ।
চীনের পর্যটন বিভাগের একটি অনুমাণ অনুসারে গত এক সপ্তাহের মধ্যে চীনের পর্যটকদের সংখ্যা ও পর্যটন শিল্প থেক পাওয়া আয় গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে ।
|