চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৮ মে পেইচিংয়ে বলেছেন, বর্তমানের পরিস্থিতিতে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সুদানের দার্ফুর এলাকার রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি, সমান সংলাপের ভিত্তিতে ক্রমে ক্রমে কফি আন্নানের পরিকল্পনা কার্যকরী করা উচিত। চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দার্ফুর এলাকায় যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, দার্ফুর সমস্যায় চীনের অবস্থান হচ্ছে সুস্পষ্ট এবং গঠনমূলক ভুমিকা পালন করেছে। চীন সব সময় সক্রিয়ভাবে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমান সংলাপ এবং শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধান করার মধ্যস্থতা করে। তাছাড়া চীন সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী অভিযানে অংশ নিয়েছে।
তিনি বলেছেন, বর্তমানে জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের অনুরোধে চীন সরকার সুদানের দার্ফুর এলাকায় ইন্জিনিয়ারিং শাখাদল পাঠিয়ে আন্নান পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের চুক্তিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির লক্ষ্য হচ্ছে জাতিসংঘ দার্ফুর এলাকায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী অভিযানকে সরবরাহ করা।
|