 ৮ মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস । দিবসটি পালন ও মানবতাবাদী ভাবমানস প্রসারিত করার জন্যে চীনা রেড ক্রস সোসাইটি পেইচিংয়ে রেড ক্রস ভালোবাসা সপ্তাহ শুরু করেছে ।
আগামী এক সপ্তাহের মধ্যে চীনা রেড ক্রস সোসাইটি ও বিভিন্ন প্রদেশের রেড ক্রস সোসাইটিগুলো চাঁদা সংগ্রহের সাংস্কৃতিক অনুষ্ঠান , রেড ক্রস চাঁদা সংগ্রহের বাক্স রাখা ও গ্রামাঞ্চলে চিকিত্সার সুবিধা পৌছানোসহ শতাধিক বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে ।

চীনা রেড ক্রস সোসাইটি হচ্ছে চীনের একটি গুরুত্বপূর্ণ বেসরকারী দাতব্য সংস্থা । এ সোসাইটির সদস্যদের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে । গত বছর চীনা রেড ক্রস সোসাইটি ও বিভিন্ন প্রাদেশিক রেড ক্রস সোসাইটি৮০ কোটিরও বেশি ইউয়ান মূল্যের চাঁদা সংগ্রহ করে বিপর্যয় প্রশমন , দারিদ্র্য-বিমোচন ও ত্রাণ কাজে গণ স্বাস্থ্যগত জ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ দান এবং আন্তর্জাতিক সহায়তার কাজে ব্যবহার করেছে ।
|