v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-08 18:34:31    
চীন বার্ণিজ্যিক দুর্নীতি প্রতিরোধের কাজ আরো জোরদার করছে

cri
    সম্প্রতি চীনের ক্ষমতাসীন পার্টি--চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা তত্ত্বাবধান কমিটির সহকারী সম্পাদক হো ইয়োং পেইচিংয়ে বলেছেন , চীন বাণিজ্য ক্ষেত্রের দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেবে , যাতে চীনের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করা যায় ।

    ১৯৯৬ সালে চীন সরকার বাণিজ্য ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত একটি দলিলপত্র প্রকাশ করেছে । এই দলিলপত্রে বলা হয়েছে , বাণিজ্য ক্ষেত্রের দুর্নীতি হলো পন্য ক্রয় বা বিক্রয়ের জন্য পন্য বিক্রয়কারীর ব্যক্তিবিশেষ বা শিল্পপ্রতিষ্ঠানকে টাকা বা উপহার দেওয়ার তত্পরতা । যারা বাণিজ্যিক দুর্নীতি করে অপরাধ করেছে , তাদের আইন অনুসারে শাস্তি দেয়া হবে । চীনে বাজার অর্থনীতির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে নাগরিকরা বাণিজ্যিক দুর্নীতি থেকে সৃষ্ট ক্ষয়ক্ষতির উপর ক্রমেই বেশি সজাগ দৃষ্টি রাখছেন । বাণিজ্য ক্ষেত্রের দুর্নীতির মোকাবেলা করা চীন সরকারের দুর্নীতি বিরোধী কাজের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ।

    সম্প্রতি চীনের ৩১টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহানগর , স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা পেইচিংয়ে বাণিজ্য ক্ষেত্রের দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত একটি আলোচনা সভায় অংশ নেন । আলোচনা সভায় চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা তত্ত্বাবধান কমিটির সহকারী সম্পাদক হো ইয়োং বলেছেন , বাণিজ্য ক্ষেত্রের দুনীতি দূর করা চীনে পুঁজি বিনিয়োগ পরিবেশ উন্নত করা , বিদেশী পুঁজি আকর্ষণ করা এবং চীনের শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

    সাম্প্রতিক বছরগুলোতে প্রকল্প নির্মাণ , জমি কেনাবেচা , ধমসম্পত্তির অধিকার হস্তান্তর , সরকারী বিভাগগুলোর পন্য ক্রয় , ওষুধ কেনাবেচা , সম্পদ উদ্ধার ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি বেশি । গত দু বছরে চীন সরকার এ সব ক্ষেত্রে এবং ব্যাংকের ঋণদান , শেয়ার কেনাবেচা , বাণিজ্যিক বীমা , বই প্রকাশনা , ক্রীড়া , টেলিযোগাযোগ , বিদ্যুত সরবরাহ , পন্যের গুনগতমান তত্ত্বাবধান ও পরিবেশ রক্ষা ক্ষেত্রে বাণিজ্যিক দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালের আগষ্ট মাস থেকে ২০০৭ সালের মার্চ মাস পর্যন্ত চীন সরকার মোট ২১ হাজার বাণিজ্যিক দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্ত ও বিষ্পত্তি করেছে । এ সব মামলায় দুর্নীতির মোট মূল্য ৫.২ বিলিয়ন ইউয়ান ।

    যদিও বাণিজ্যিক দুর্নীতি প্রতিরোধ ক্ষেত্রে চীন সরকার লক্ষণীয় সুফল পেয়েছে , তবুও কিছু কর্মক্ষেত্রে দুর্নীতি এখনও গুরুতর । সহকারী সম্পাদক হো ইয়োং বলেছেন , বর্তমানে বাণিজ্যিক দুর্নীতির কৌশল আগের চেয়ে আরো গোপনীয় হয়েছে । কাজেই বাণিজ্যিক দুর্নীতি প্রতিরোধের কর্তব্য এখনও দুরুহ । তিনি আরো বলেছেন , কিছু সরকারী সংস্থার কর্মকর্তারা বাণিজ্যিক তত্পরতায় হাতের ক্ষমতার অপব্যবহার করেন এবং ক্ষমতা ব্যবহার করে স্বার্থসিদ্ধির চেষ্টা করে । তিনি চীনের বিভিন্ন স্থানের সংশ্লিষ্ট বিভাগের প্রতি বাণিজ্যিক দুর্নীতি দূর করার জন্য আরো কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন , আমাদের বাণিজ্যিক দুর্নীতি মামলা তদন্তের কাজকে আরো বেশি গুরুত্ব দিতে হবে । জনসাধারণের স্বার্থ উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারগ করা ও প্রকল্প অনুমোদনের ক্ষমতা ব্যবহার করে বাণিজ্যিক তত্পরতায় ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ আদায়ের মামলায় অভিযুক্ত সরকারী কর্মকর্তাকে কঠোর শাস্তি দিতে হবে ।

    এ ছাড়া সহকারী সম্পাদক হো ইয়োং বলেছেন , প্রশাসনিক অনুমোদন ব্যবস্থা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা ব্যবস্থার সংস্কার চালাতে হবে , সরকারী সংস্থাগুলোর প্রশাসন জনসমক্ষে প্রকাশ করার ব্যবস্থা ও বাণিজ্যিক দুর্নীতি প্রতিরোধের আইন প্রনয়নের কাজ আরো জোরদার করতে হবে এবং বাণিজ্যিক দুর্নীতি প্রতিরোধের পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে ।