ইরাকের সংসদের অর্থনীতি, পুঁজি বিনিয়োগ ও পুনর্গঠন কমিটির সদস্য ইয়ুনাডেম কান্না ৭ মে জর্ডানের রাজধানী আম্মানে বলেছেন, ইরাকের পুনর্গঠনে মোট ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশী খরচ হবে। তিনি বিভিন্ন দেশের প্রতি সক্রিয়ভাবে ইরাক পুনর্গঠন প্রকল্পে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
এ দিন ইরাকের পুনর্গঠন সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক প্রদর্শনীতে তিনি বলেছেন, ইরাক হচ্ছে একটি বিরাট বাজার। ইরাকের পুনর্গঠন জ্বালানী সম্পদ, শিল্প, কৃষি ও বুনিয়াদী নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতির খারাপ অবস্থা হচ্ছে বিভিন্ন দেশের পুঁজি বিনিয়োগকারীদের সম্মুখীন প্রধান সমস্যা। কিন্তু এর পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর ও দক্ষিণ ইরাকের বহু অঞ্চলে নিরাপত্তা নিশ্চয়তা রয়েছে। ইরাক সরকার বিদেশী কোম্পানির জন্য অনেক সুযোগ সুবিধার নীতি সরবরাহ করছে।
বিশ্বের ৫০টি দেশ ও অঞ্চল থেকে ১ হাজারেরও বেশী কোম্পানি আম্মানে অনুষ্ঠিত ইরাকের পুনর্গঠন সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে।
|