চীনের জাতীয় ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে যে, বর্তমানে চীন বহু ব্যবস্থা নিয়ে বিলুপ্ত প্রায় সংখ্যালঘু জাতির ভাষা সংরক্ষণ করছে।
বিশ্বের বহু দেশের মতো, চীনের কিছু সংখ্যালঘু জাতির ভাষা বিলুপ্তির সম্মুখীন। যেমন শে ভাষা, গে লাও ভাষা, হে জে ভাষা ইত্যাদি।
চীন জাতীয় ভাষা বিশেষজ্ঞ সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকার বিলুপ্ত প্রায় ভাষা জরীপ করে, এ সব ভাষার সমৃদ্ধ লিপি, সংরক্ষণ করে। তাছাড়া, গবেষণা অভিধান প্রকাশ করে। তাই সঙ্গে ক্রমে ক্রমে সংখ্যালঘু জাতির ভাষার শব্দ ভান্ডার প্রতিষ্ঠা করা, বিলুপ্ত প্রায় ভাষার শব্দ ও ভিডিও সংরক্ষণ করছে।
বর্তমানে প্রতি বছর চীন ৩ হাজার ৫শ'রও বেশী ধরনের প্রায় ১০ কোটির বেশী সংখ্যালঘু জাতির শিক্ষা বই তৈরী ও প্রকাশ করছে।
|