সম্প্রতিযুক্তরাষ্ট্র ফিলিস্তিন-ইজরাইল নিরাপত্তা সম্পর্কে যে পরিকল্পনা উপস্থাপন করেছে ৭ মে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বস তার প্রশংসা করেছেন। তিনি এই পরিকল্পনার প্রতি ইতিবাচক সাড়া দিতে ইজরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ৭ মে জাগা অঞ্চলে ফাতাহর প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সময় আব্বাস বলেছেন, ফিলিস্তিনের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা পেয়েছে। তিনি মনে করেন, ফিলিস্তিণীদের দুর্দশা কমানোর জন্যে এই পরিকল্পনা হল প্রথম পদক্ষেপ। ফিলিস্তিন আশা করে, ইজরাইল এই পরিকল্পনার প্রতি কার্যকর প্রতিক্রিয়াদেখাবে।
আব্বাসরের উচ্চ পদস্থ সহকারী এরেকাট একই দিন বলেছেন, এই পরিকল্পনা সংশোধনের প্রয়োজন আছে বটে , কিন্তু এ ব্যাপারে মাহমুদ আব্বাসের আপত্তি নেই। তিনি বলেছেন, ফিলিস্তিন আশা করে, এই পরিকল্পনা কার্যকর হবে , ইজরাইল এই পরিকল্পনা মেনে চলবে।
তবে আল আকসা মারটিরার্স ব্রিগেডস, হামাস সহ ফিলিস্তিনেরকয়েকটি সশস্ত্র দল এই পরিকল্পনার বিরোধীতা করেছে। হামাস এ কথাও বলেছে যে , এই পরিকল্পনার কার্যকারীতা ব্যর্থ করে দেওয়ার জন্য তারা সম্ভাব্যসকল পদক্ষেপ গ্রহণ করবে।
|