v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-07 19:40:45    
আর্জেনটিনায় চীনের জাতীয় চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে

cri
    চীন ও আর্জেনটিনার মধ্য কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উদযাপনের সাংস্কৃতিক কর্মসূচীতে অনুযায়ী---"আর্জেনটিনায় চীনের জাতীয় চিত্রকলা প্রদর্শনী" রাজধানী বুয়েনস আয়ারসে শুরু হয়েছে। 

    আর্জেনটিনার সংসদ ভবনের জাঁকজমক পেরোন ভবনে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র,আরহু নামক চীনের বেহালা বাদন "আনন্দ" সবার প্রশংসা পেয়েছে।

    পেরোন ভবনে "আর্জেনটিনায় চীনের জাতীয় চিত্রকলা প্রদর্শনী" আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। আর্জেনটিনার বিভিন্ন মহলের ব্যক্তি, আর্জেনটিনায় চীনের দূতাবাসের কর্মকর্তারা এবং বহু প্রবাসী চীনা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আর্জেনটিনার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য হুগো ডাভিচ তলেদো এক ভাষণে বলেছেন, ৩৫ বছর ধরে চীন ও আর্জেনটিনা সহযোগিতার সুষ্ঠু সম্পর্ক বজায় রেখেছে। এবার চীনের জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে চীনের সংস্কৃতির সর্বোচ্চ মান ফুটে উঠেছে। 

     চীনের এরহু বাদক স্যু ছাও বিশ্ব বিখ্যাত আর্জেনটিনা কোলন নাট্যশালায় যুব বাদক দলের একজন বড় বেহালা বাদক। অনুষ্ঠান শেষে তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন,

    আমি খুব গৌরব বোধ করছি। আমি এখানে চীনের জাতীয় বাদ্য যন্ত্র এরহু দিয়ে বাজানোর সুযোগ পাচ্ছি। এভাবে তাঁরাও চীনের এই জাতীয় বাদ্য যন্ত্র সম্পর্কে ধারণা পেতে পারেন। এটি খুবই গৌরবময় কাজ। আমি এই কাজ গ্রহণ করতে পেরে খুব খুশি । এখানে এরহু বাজানো ছাড়া, আমি ট্যানকোর সঙ্গে চীনা সংগীত মিশিয়ে চারটি অনুষ্ঠান পরিবেশন করেছি।

    দর্শকদের মধ্যে কেবল প্রবাসী চীনারাই চীনের জাতীয় চিত্রকলা সম্পর্কে আগ্রহী, তাই নয়, বরং আর্জেনটিনার কিছু লোকও চীনের চিত্রকলা খুব পছন্দ করেন। গুস্টাভো ব্রামিয়ান তাঁদের মধ্যে একজন।

    আমি চীনের বৌদ্ধ ধর্মে খুবই আগ্রহী। তাই বহু বছর আগে থেকেই আমি চীনা ভাষা লেখা ও বলার শিক্ষা শুরু করেছি। আমি চীনের জাতীয় চিত্রকলার সরলতা ও অন্তর্নিহিত অর্থ খুব পছন্দ করি। শুধু কয়েক লাইন আঁকা স্কেচ বা রঙ আর তুলির আঁচড়ে পরিস্কার ,পবিত্র ও গভীর তাত্পর্য ফুটিয়ে তোলা যায়।

    এবারের প্রদর্শনীতে আর্জেনটিনার পক্ষে সংগঠনের প্রতিনিধি মাদাম নোলা লুসি বলেছেন, এবারের প্রদর্শনীতে আমরা চীনের দূতাবাসের সংরক্ষিত দশটিরও বেশি বৈশিষ্টময় জাতীয় চিত্রকলা প্রদর্শন করেছি। তিনিও চীনের চিত্রকলা পছন্দ করেন। তিনি বলেছেন,

    এবারের প্রদর্শনীটি চমত্কার। এই প্রদর্শনীতে ফুটে উঠেছে চীনের শিল্প কলার গভীর, সুচারু, সুশ্রী ও সুক্ষতম কারু কাজ। আমি চীনের সাংস্কৃতিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি দেখতে পেরে খুব গৌরব বোধ করছি। আগে আর্জেনটিনায় চীনকে জানার লোক বেশি ছিল না। এই সুযোগে তাঁরা চীনের সংস্কৃতিকে জানতে পারবেন। আমি তাঁদের জন্য আনন্দ বোধ করি। আমি মনে করি, এসব চিত্রকলা সম্পর্কে বিশেষভাবে জানা দরকার নেই। শুধু দেখাই যথেষ্ট।

    আর্জেনটিনায় চীনের রাষ্ট্রদূত চাং থোও দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, সাংস্কৃতিক বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতি দুটি দেশের মধ্যে সম্মিলনের সেতু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর্জেনটিনার প্রতিনিধি পরিষদের সমর্থনে আর্জেনটিনায় চীনের দূতাবাস এবারের প্রদর্শনীর আয়োজন করেছে। তার লক্ষ্য হচ্ছে আর্জেনটিনার জনগণকে চীনের সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতাকে গভীর করা। তিনি বলেছেন, চীন ধাপে ধাপে বিশ্বমুখী হয়ে উঠছে। তিনি আর্জেনটিনার আরো বেশি জনগণ চীনা ভাষা শিখার দলে শরীক হতে স্বাগত জানিয়েছেন। চীনা ভাষা শিক্ষার মাধ্যমে চীনকে আরো গভীরভাবে জানার মাধ্যমে চীন ও আর্জেনটিনার সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়াকে ত্বরান্বিত করা যাবে।