ক্যামেরুনের রাষ্ট্রীয় রেডিও সূত্রে জানা গেছে, ক্যামেরুনের সামরিক বাহিনী কেনিয়া বিমান কোম্পানির বিমান বিধ্বস্ত স্থানে পৌঁছেছে। কারো জীবিত থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।
৬ মে ক্যামেরুনের কর্তৃপক্ষ জানিয়েছে, কেনিয়ার বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ক্যামেরুনের দৌয়ালার কাছাকাছি পাওয়া গেছে। ৭ মে সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে।
কেনিয়া বিমান কোম্পানির একটি যাত্রীবাহী বিমান ৫ মে কোটে ডি-ভরির রাজধানী আবিদজান থেকে ক্যামেরুনের দৌয়ালা হয়ে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে দৌয়ালা বিমান বন্দর ত্যাগ করার পর পরই নিখোঁজ হয়ে যায়।বিমানে ১১৪জন যাত্রী ছিল।
|