চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য ব্যবস্থাপনা ব্যুরোর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল চীনের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ১২ কোটি। এ সংখ্যা ২০০৫ সালের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি এবং চীনের মোট কর্মসংস্থানের ১৫ শতাংশেরও বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর পর্যন্ত চীনের ব্যক্তিগত বাণিজ্য ব্যবসায়ী ও ব্যক্তিগত মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৩ কোটিরও বেশি হয়েছে। তাদের বিনিয়োজিত অর্থ ৮ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি দাঁড়িয়েছে। ব্যক্তিগত মালিকানার অর্থ চীনের অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করা, আর্থিক আয় বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করা, শহর ও গ্রামাঞ্চলের বাজার প্রাণবন্ত করা এবং সমাজের স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।
শিল্প ও বাণিজ্য ব্যবস্থাপনা ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন, চীন অব্যাহতভাবে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানে অর্থল লগ্নিকরণ উন্নয়নের উত্সাহ, সমর্থন ও নির্দেশ দেবে, বাজারে প্রবেশের সুযোগকে প্রসারিত করবে, ব্যক্তিগত মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্ত বা যৌথ শিল্প প্রতিষ্ঠান ক্রয় , আত্মীকরণ বা শেয়ার কিনতে পারবে।
|