v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-07 19:20:37    
১---৭ মে, ২০০৭

cri

 ** আন্ত-এশীয় রেল যোগাযোগ চুক্তিতে সই করবে বাংলাদেশ। খুব শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নিউইয়র্কে এই চুক্তি সই করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এশীয় মহাসড়কের ব্যাপারেও শিগগিরই সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

 ৫ মে উপদেষ্টা পরিষদ আন্ত-এশীয় রেল যোগাযোগ সম্পর্কিত আন্তর্দেশীয় চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 এশিয়ার দেশগুলোর পর্যায়ক্রমে ইউরোপের সঙ্গে যোগাযোগ স্থাপনই আন্ত-এশীয় রেল যোগাযোগ চুক্তির মূল লক্ষ্য। এর ফলে এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বাড়বে। এই চুক্তির আওতায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে মিয়ানমারমুখী তিনটি রেলওয়ে রুট বাংলাদেমের ওপর দিয়ে যাবে।

 ** নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দল গঠন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। নাগরিকদের কাছে দেওয়া এক চিঠিতে ৩ মে তিনি ঘোষণা দেন, "যাদের সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাঁদের আমি সঙ্গে পাচ্ছি না।"

 ড. ইউনূস আরও বলেন, "দুর্বল দল নিয়ে দেশে নতুন ধারার রাজনৈতিক পরিমন্ডল সৃষ্টির চেষ্টা না করে বরং আমার অপেক্ষা করি অন্য কেউ এই প্রচেষ্টা নিক এবং সফল হোক।"

 ড. ইউনূস ১১ ফেব্রুয়ারি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে নাগরিকদের মতামত চেয়ে এবং ২২ ফেব্রুয়ারী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে নাগরিকদের খোলা চিঠি দেন। ৩ মে দেওয়া তৃতীয় চিঠিতে তিনি বরেন, দল গঠনের ঘোষণা দেওয়ার পর তাঁর কাছে স্পষ্ট হতে থাকে যাঁরা তাঁকে উত্সাহ দিচ্ছেন তাঁরা নিজেরা রাজনীতিতে আসবেন না, প্রকাশ্য সমর্থনও দেবেন না। এমনকি যাঁরা রাজনৈতিক দলে আছেন তাঁরাও এ মুহুর্তে দল ছেড়ে আসবেন না।

 রাজনৈতিক দল গঠন না করলেও নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক চলার পথে জাতির "গিয়ার" পাল্টানোর সময় এসেছে। এখন দরকার নতুন রাজনৈতিক দল ও নেতৃত্ব সৃষ্টি করা।

 ** বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বে জলবায়ুর যে পরিবর্তন ঘটছে তা রোধ করা সম্ভব। বৈশ্বিক উষ্ণতা রোধের জন্য আগামী তিনটি দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে বিশেষজ্ঞরা স্বল্প ব্যয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনা যেতে পারে বলে একমত হয়েছেন। তাঁরা দক্ষতা বৃদ্ধি এ ক্ষেত্রে সহায়তা করতে পারে।

 ব্যাংককে এই সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তসরকার প্যানেলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। ১২০টির বেশি দেশের প্রায় দুই হাজার বিজ্ঞানী ও বিশেষজ্ঞ ব্যাংককে এক সপ্তাহের সম্মেলনে এই প্রতিবেদন প্রণয়ন করেন। এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ বছর এটি আইপিসিসির তৃতিয় প্রতিবেদন। এতে গ্রিনহাইস গ্যাস নির্গমন কমিয়ে আনার ব্যয় ও বিভিন্ন নীতির উপকারিতা সম্পর্কে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।

 ** শ্রীলংকার বেসামরিক প্লেন চলাচল কর্তৃপক্ষ দেশটির একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট শ্রীমাভো বন্দরনায়েক এয়ারপোর্টের কার্যক্রম রাতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তামিল গেরিলাদের হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কর্মকর্তারা জানান।

 তামিল গেরিলারা ২৯ এপ্রিল ভোরে রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত তেল স্থাপনাগুলোর প্লেন হামলা চালায়। এক মাসের মধ্যে এটা গেরিলাদের এ ধরনের তৃতীয় হামলা। এর আগে গেরিলারা আন্তর্জাতিক এয়ারপোর্টের কাছে অবস্থিত বিমানবাহিনীর একটি ঘাটিতে হামলা করেছিল।

 এয়ারপোর্টের কর্তব্যরত ব্যবস্থাপক বলেন, সৃষ্ট পরিস্থিতিতে প্লেন পরিচালনা কর্তৃপক্ষ ও যাত্রীদের সমস্যার কথা ভেবে আগের দিন রাত সাড়ে ১০টা থেকে পরদিন ভোর সাড়ে ৪টা পর্যন্ত এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৯ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।