চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , ২০১০ সালের মধ্যে চীনে ২০ শতাংশ জ্বালানী সাশ্রয় এবং ১০ শতাংশ বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন আরো কার্যকর ব্যবস্থা নেবে ।
সম্প্রতি ওয়েন চিয়া পাও টেলিভিশন ও টেলিফোনযোগে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানো সংক্রান্ত একটি অধিবেশনে বলেছেন , চলতি বছরের প্রথম কোয়ার্টারে চীনে অধিক জ্বালানী ব্যবহারকারী দূষণযুক্ত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অতি দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । এর ফলে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর ক্ষেত্রে দুরূহ পরিস্থিতি দেখা দিয়েছে ।
তিনি বলেছেন , ভবিষ্যতে চীন অব্যাহতভাবে অধিক জ্বালানী ব্যবহারকারী দূষণযুক্ত শিল্প প্রতিষ্ঠানের অতি দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করবে , প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলোর জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর কর্মসূচী সুষ্ঠুভাবে চালু করবে , জ্বালনী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর ব্যাপারে আরো বেশি অর্থ বরাদ্দ করবে এবং এই ক্ষেত্রে তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা জোরদার করবে।
|