কেনিয়ার এয়ার লাইন্স কর্তৃডক্ষ ৬ মে রাতে জানিয়েছে , ৫ মে গভীর রাতে এই বিমান কোম্পানির নিখোঁজ একটি যাত্রীবাহী বিমান বোয়িং ৭৩৭-৮০০-এর ধ্বংসাবশেষ ক্যামেরুনের পশ্চিমাংশের ডুয়ালা শহরের পার্শ্ববর্তি বনাঞ্চলে পাওয়া গেছে ।
কেনিয়া এয়ার লাইন্সের প্রধান প্রশাসক তিতিস নাইকুনি ৬ মে রাতে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন , উদ্ধার কর্মীরা ডুয়ালা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ- পূর্বে নিখোঁজ যাত্রী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন । সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু হয়েছে । কিন্তু এ পর্যন্ত হতাহত সম্পর্কে কোন খবর পাওয়া যায় নি ।
এর আগে ক্যামেরুনের সংবাদপত্রের খবরে প্রকাশ , স্থানীয় বাসিন্দাদের নির্দেশিত পথ অনুসরণ করে উদ্ধার কর্মীরা এ দিন সন্ধ্যায় একটি বনাঞ্চল ও জলাভূমিতে যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় ।
|