৭ মে প্রকাশিত ফরাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত ভোটের ফলাফল অনুযায়ী , গণ আন্দোলন ইউনিয়নের চেয়ারম্যান নিকোলাস্ সার্কোজি ৬ মে প্রোসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে ৫৩.০৬ শতাংশ ভোট পেয়ে সোস্যালিস্ট পার্টির পদপ্রার্থী সিগোলেন রয়ালকে পরাজিত করে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।
চূড়ান্ত ভোটের ফলাফল অনুযায়ী , রয়াল ৪৬.৯৪ শতাংশ ভোট পেয়েছেন । তিনি প্রকাশ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন ।
সার্কোজি ৬ মে রাতে ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশিত হওয়ার পর পরই একটি বক্তৃতা দিয়েছেন । তিনি ফরাসীদের তার পাশে থেকে চেতনাকে সুসংবদ্ধ করে দায়িত্বও কর্তব্য বিষয়ক মূল্য বোধকে পুনঃপ্রতিষ্ঠিত করার আহবান জানিয়েছেন । তিনি আরো বলেছেন , তিনি ইউরোপের নির্মাণকাজকে ত্বরান্বিত করা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য প্রচেষ্টা চালাবেন । যুক্তরাষ্ট্রের উচিত মিত্ররাষ্ট্রগুলোর ভিন্ন দৃষ্টিভঙ্গিকে মেনে নেয়া ।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট শিরাক সার্কোজির কাছে একটি তারবার্তা পাঠিয়েছেন ।
|