v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-07 19:01:35    
চীনের মুলভূভাগে  পেইচিং অলিম্পিক গেমসের টিকিট  বিক্রির জোয়ার সৃস্টি হয়েছে

cri
    এ বছরের ১৫ এপ্রিল থেকে পেইচিং অলিম্পিক গেমসের টিকিট বিক্রির কাজ শুরু হয়েছে । পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির টিকিট বিক্রির নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমসের টিকিট বিক্রির প্রথম পর্যায় । এই পর্যায়ে চীনের মূলভূভাগের জনসাধারণের জন্য গেমসটির উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের সব টিকিট এবং ৫০ শতাংশের প্রতিযোগিতারটিকিট বিক্রিওকরা হচ্ছে। জানা গেছে, টিকিট বিক্রির কাজ শুরু হওয়ার পর চীনের অভ্যন্তরীণদর্শকরাঅত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন ।

    পেইচিংয়ের কো চিয়েন এখন একটি বিদেশী কোম্পানিতে কাজ করেন । পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখা তাঁর একটি বিরাট আকাঙ্ক্ষা । তাই এখন টিকিট বিক্রির কাজ শুরু হয়েছে কথা টা শুনেই তিনি তাড়াতাড়ি নেটের মাধ্যমে টিকিট কেনার আবেদন জানিয়েছেন । তিনি বলেন , আমি পেইচিং-এর লোক। নিজের বাড়ির কাছে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখা আমার একান্ত ইচ্ছা । কাজের জন্য আমি এখন পেইচিংয়ের বাইরে । নেটের মাধ্যমে টিকিট কেনা যায় কথাটা জেনে আমি তাড়াতাড়ি নেটের মাধ্যমে নিজের নাম তালিকাভূক্ত করেছি । আমি সত্যিই স্বচোখে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চাই ।

    প্রথম পর্যায়ের টিকিট বিক্রির নীতি হল , প্রকাশ্যে টিকিট বিক্রি করা, লটারির মাধ্যমে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের টিকিট বিক্রি করা । ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে মূলভূভাগ চীনের সকল জনসাধারণ এবং দীর্ঘকাল ধরে যারা চীনে কাজ করেন , জীবন যাপন করেন এবং লেখাপড়া করেন তারা সবাই পেইচিং অলিম্পিক গেমসের টিকিট সম্পর্কিত সরকারী নেটের মাধ্যমে টিকিট কেনার আবেদন করতে পারেন অথবা অভ্যন্তরের যে কোনো একটি চীনা ব্যাংকের মাধ্যমে টিকিট কেনার আবেদন জানাতে পারেন ।

    টিকিট বিক্রির ৬০০টি স্থানে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট পাওয়া সবচেয়ে কঠিন । জানা গেছে , প্রায় ২০ কোটি লোক পেইচিং অলিম্পিক গেমসের টিকিট-ওয়েবসাইট ভিজিট করেছেন । প্রায় আট লাখ লোক নেটের মাধ্যমে টিকিট কেনার আবেদন জানিয়েছেন ।

    এখন চীনে মে দিবসের সাত দীনের দীর্ঘ ছুটি চলছে । মিঃ কোর মতো নেটের মাধ্যমে টিকিট কেনার আবেদন জানানো ছাড়াও অনেকে সরাসরি চীনা ব্যাংকের শাখাগুলোর কাছে অগ্রিমটিকিট কেনার আবেদন জানিয়েছেন। মিঃ চাং সো চীনা ব্যাকের সিতান শাখায় কাজ করেন । তার কাজ হল , টিকিট কেনার আবেদনকারীদের প্রশ্নের উত্তর দেয়া বা পরামর্শ করা । এ সম্পর্কে তিনি বলেন, মে দিবস চলাকালে আমাদের এখানে অলিম্পিক গেমসের টিকিট কেনার লোক খুব বেশী । অনেকে টিকিট সম্পর্কে পরামর্শ নিতেও আসেন । এপর্যন্ত টিকিটের বিক্রির কাজ খুব ভালভাবে চলছে ।

    টিকিটের নম্বর এবং টিকিটের দাম সম্পর্কিত পথনির্দেশক স্তম্ভও বহু দর্শকদের আকর্ষণ করে । তাদের মধ্যে ল্যু মিন নামে একজন গর্ভবতী ছিলেন । তিনি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন , তিনি একটি বৈজ্ঞানিক গবেষণালয়ে কাজ করেন । তার সন্তান প্রসবের তারিখ আগামী জানুয়ারীতে । নিজের বাচ্চাকে নিয়ে ঘটনাস্থলে অলিম্পিক গেমসের প্রতিযোগিতা দেখবেন বলে তিনি খুবই আশা বাদী। তিনি বলেন , ২০০৮ সালে আমাদের পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়া একটি চমত্কার ব্যাপার । আমার একান্ত ইচ্ছা হল, তখন আমি নিজের আদরের সন্তানকে নিয়ে খেলার মাঠে প্রতিযোগিতা দেখতে যেতে পারব। আমি লিউসিয়াংয়ের ১১০ মিটারের হ্যার্ডলসের চূড়ান্ত প্রতিযোগিতা , নারী ভলিবল প্রতিযোগাতা এবং ডাইভিং প্রতিযোগিতা দেখতে চাই । যত টিকিট পাওয়া যায় তত বেশি টিকিট পেতে চাই আমি । যাতে আমি সন্তানকে নিয়ে অলিম্পিক গেমসের পরিবেশ উপভোগ করতে পারি ।