v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-07 18:47:58    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৫/৭

cri

 চীনের রাজধানী পেইচিংয়ের পশ্চিম দিকে অবস্থিত একটি পাড়ায় একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বসবাস করেন। তার নাম ছাও রুন সিং। বয়স ৬৯ বছর। তিনি তার পাড়ার একটি আবর্জনা-ভরা খালি জায়গাকে সবার প্রিয় একটি ছোট বাগানে পরিণত করেছেন। তিনি ও তার আশেপাশের অধিবাসীরা এ বাগানে নানা ধরণের গাছ ও ফুলও লাগিয়েছেন। বসন্ত ও গ্রীষ্মকালে এখানকার ফুলের সুগন্ধে ও নানা রকম পাখীর গানে পাড়ার অধিবাসীরা এ ছোট বাগানে বেড়াতে পছন্দ করেন। ৯ মে সমাজ দর্পন আসরে শি চিং উ ছাও রুন সিংয়ের সেই কাহিনীই আপনাদের শোনাবেন।

 দাই জাতি হচ্ছে চীনের ৫৫টি সংখ্যালঘু জাতির অন্যতম। তারা প্রধানতঃ চীনের দক্ষিণ-পশ্চিমাংশের ইউনান প্রদেশে বসবাস করেন। চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব ছাড়া চীনের দাই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব হচ্ছে দাই জাতির ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত উত্সব। ১০ মে চলুন বেড়িয়ে আসি আসরে ইউ কুয়াং ইয়ু আপনাদেরকে ইউনান প্রদেশের চিংহো শহরে নিয়ে যাবো। আমরা একসাথে সেখানকার দাই জাতির নববর্ষের উদযাপনী অনুষ্ঠান উপভোগ করবো।

 চীনের ৬০ শতাংশ লোক গ্রামাঞ্চলে বসবাস করেন। নানা কারণে চীনের বেশ কিছু গ্রামাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিকাশের মান কিছুটা পিছিয়ে পড়েছে এবং সেখানকার চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার অবস্থাও তেমন সন্তোষজনক নয়। এসব অঞ্চলের কৃষকদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব স্বাভাবিকভাবেই স্থানীয় গ্রামীণ চিকিত্সকদের উপর ন্যাস্ত রয়েছে। তারা বিভিন্ন স্থানের খারাপ প্রাকৃতিক অবস্থা ও পশ্চাত্পদ চিকিত্সা সরঞ্জামের অভাব সত্ত্বেও মনেপ্রাণে কৃষকদের সেবা করে আসছেন এবং দরিদ্র এলাকাগুলোর কৃষকদের স্বাস্থ্য রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ১১ মে সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ একজন চিকিত্সক মা ইয়ু ফোংয়ের কাহিনী আপনাদের শুনাবেন।

 চীনের কুইচৌ প্রদেশের কিছু সংখ্যালঘু জাতি অধ্যুষিত গ্রামে ছেলেকে বড় করে দেখে এবং মেয়েকে ছোটো করে দেখে এমন আচরণ খুব প্রচলিত। সেখানে সাধারণত মেয়েরা শুধু প্রাথমিক স্কুল পর্যন্ত লেখাপড়া করতে পারে, খুব কম মেয়েই উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত পড়তে পারে, বিশ্ববিদ্যালয়ে পড়া তো দূরের কথা। কিন্তু লো লিনফাং এমন একটি বুই জাতির মেয়ে তিনি কখনো নিজের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পরিত্যাগ করেন নি। ১১ মে কন্যা জায়া জননী আসরে চুং শাও লি লো লিনফাংয়ের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নামে একটি গল্প শোনাবেন।

 চীনের উইগুর জাতির মধ্যে যারা হান ভাষা বেশি জানেন না, তারা এখন নিজ জাতির ভাষার সফটওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন ব্যবহার করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ম্যাসেজ বিনিময় করতে পারছেন। চীনের একটি ডিজিট্যাল প্রযুক্তি উন্নয়ন কোম্পানি এই ধরনের মোবাইল ফোন তৈরী করেছে। সম্প্রতি এই কোম্পানির উদ্যোগে মোবাইল ফোনে ব্যবহার্য মঙ্গোলিয়, তিব্বতী, কোরীয় ও কাজাখসহ ন'টি সংখ্যালঘু জাতির ভাষার সফটওয়্যার তৈরী করা হয়েছে। ফলে এই ন'টি সংখ্যালঘু জাতি শিগগির নিজ নিজ ভাষার সফটওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। ১২ মে ওরা অনন্য আসরে থাং ইয়াও খান এই সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।