v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-07 18:38:58    
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস সার্কোজী কেন নির্বাচিত হয়েছেন ?

cri
      ৬ মে ফ্রান্সের ক্ষমতাসীন পার্টি ইউ এম পি'র প্রার্থী নিকোলাস সার্কোজী দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে সোস্যালিষ্ট পার্টির প্রার্থী সিগোলেন রয়ালকে পরাজিত করে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।

    প্রথম দফা নির্বাচনে সার্কোজীর সমর্থনের হার ছিল রয়ালের চেয়ে ৬ শতাংশ বেশি । কিন্তু দু'জনের কেউই তখন অর্ধেকের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করা হয় । দ্বিতীয় দফা নির্বাচনের আগে সার্কোজীর চালানো ব্যাপক জনসংযোগমূলক তত্পরতা শেষাবধি কার্যকর হয়েছে । এ সময় চালানো কয়েকটি জরীপ থেকে দেখা যায় যে, সার্কোজীর সমর্থনের হার রয়ালের চেয়ে অনেক বেশি । ২ মে সন্ধ্যায় ফ্রান্সের টেলিভিশনে দু'জনের মধ্যে হাড্ডা হাড্ডি বিতর্ক অনুষ্ঠিত হয় , তা অনেক ফরাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় । সার্কোজীর সুষ্ঠু কার্যক্রম অধিকাংশ নাগরিকেরই সমর্থন পেয়েছে, ফলে তিনি ৫৩ শতাংশেরও বেশি ভোট পেয়ে রয়ালকে পরাজিত করতে পেরেছেন ।

    তার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার কয়েকটি কারণ হচ্ছে :

    প্রথমত: সার্কোজীর রাজনৈতিক অভিজ্ঞতা প্রচুর । ২২ বছর বয়স তিনি প্যারিসের নাইলি শহরের একজন সংসদে পরিণত হন । এরপর তিনি নাইলি শহরের মেয়র, আঞ্চলিক সাংসদ সদস্য, ফ্রান্স সরকারের বাজেটমন্ত্রী, মুখপাত্র, ফ্রান্সের রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্র এবং অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন । দীর্ঘকাল রাজনৈতিক মহলে কাজ করা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কারণে তাঁর রয়েছে প্রচুর অভিজ্ঞতা । তাঁর চেয়ে রয়ালের বাস্তব অভিজ্ঞতা অনেক কম । রয়াল দীর্ঘকাল ধরে পরিবেশ, পরিবার, শিশু ও নিবুর্দ্ধিতা নিরসণের ব্যাপারে কাজ করেছেন। তবুও কর্মসংস্থান, অর্থনীতি ও নিরাপত্তার ব্যাপারে ফরাসীদের মনোযোগ আকর্ষণে সক্ষম হন নি ।

     দ্বিতীয়ত: সার্কোজীর রাজনৈতিক পদ্ধতি খুবই প্রাণচঞ্চল এবং কার্যকর, তার ঝুড়িতে অনেক সাফল্য থাকায় তিনি অধিকাংশ ফরাসীদের আস্থা পেয়েছেন । ২০০২ সালে তিনি ফ্রান্সের আঞ্চলিক ফ্রিডম, রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ধারাবাহিকভাবে শক্তিশালী ব্যবস্থা নিয়ে নিরাপত্তাকে উন্নত করেছেন । যেমন পরিবহন সমস্যার ক্ষেত্রে দ্রুত গতিতে চালানো বা মদ খাওয়ার পর গাড়ি চালানো, গাড়ী দুর্ঘটনার পর পলাতকদের খুঁজে বের করে নির্দিষ্ট শাস্তি দেয়া । এসব কারণে দেশের গাড়ী দুর্ঘটনার সংখ্যাও অনেক কমে গেছে । পুলিশ এবং সৈন্য মোতায়েনের মাধ্যমে কার্যকরভাবে নানা ধরনের অপরাধকে প্রতিরোধ করেছে । আরো কঠোরভাবে নতুন অভিবাসী আইন প্রণয়নের পর কার্যকরভাবে তা প্রয়োগ করা । সন্ত্রাসীদের ওপর প্রতিরোধ ও নিমূলকরণ ব্যবস্থাও জোরদার করেছে । সার্কোজী তাঁর কঠোর সংস্কারের মাধ্যমে অনেক ফরাসীর প্রশংসা ও আস্থা অর্জন করেছেন । তারা মনে করে, সার্কোজী ফ্রান্সে প্রয়োজনীয় সংস্কার চালাতে সক্ষম হবেন ।

    তৃতীয়ত: সার্কোজী উত্থাপিত নির্বাচন কার্যক্রম অধিকাংশ ফরাসীদের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ । বর্তমানে ফ্রান্সের বেকারের হার বেশি, জিনিসপত্রের দামও অব্যাহতভাবে বাড়ছে । এ অবস্থায় বেকারত্বের হার কমানো ও জনগণের জীবনযাত্রার মানকে উন্নত করাই হচ্ছে সকল ফরাসীদের দৃষ্টি আকর্ষণের সকল দিক । এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে , 'বেশি পরিশ্রম ও বেশি কাজ করা' ফরাসীদের নিয়মিত ৩৫ ঘন্টা কাজকরা সময়সুচী ত্যাগ করা ,বেশি শ্রমের মাধ্যমে বেশি বেতন অর্জন করা, শুষ্ক কমানোর মাধ্যমে বাজারের উন্নয়ন ত্বরান্বিত করা এবং কর্মসংস্থানের আরো সুযোগ সৃষ্টি করা । এসব প্রস্তাব ফ্রান্সের জনগণ ও শিল্পপতিদের সমর্থন পেয়েছে । এ ক্ষেত্রে রয়ালের জনসাধারণের ব্যয়ের কমানো ও শ্রম শক্তির অবাধায়ন ক্ষেত্রে বাম পন্থীদের নিয়ন্ত্রণের ইঙ্গিত ছিল । এ কারণেই রয়ালের অবস্থা ততটা ভালো ছিল না । তা ছাড়াও ফরাসীরা প্রেসিডেন্টের কূটনৈতিক সামর্থ্যের ওপর গুরুত্ব দিয়ে থাকেন । এ ক্ষেত্রে সার্কোজীর অভিজ্ঞতা রয়েছে আরো বেশি ।

    যদিও সার্কোজী নির্বাচনে জয়ী হয়েছেন, কিন্তু তাঁর রাজনৈতিক পথ খুব একটা সহজ হবে না । ফরাসীদের নতুন প্রেসিডেন্টের কাছে অনেক আশা আকাঙ্খা   রয়েছে । কিন্তু অর্থনৈতিক সমস্যা খুব কম সময়ের মধ্যে মোকাবিলা করা হয়তো সম্ভব হবে না । এ ছাড়া, ফ্রান্স হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে অভিবাসীদের স্বর্গ । কিন্তু সাংস্কৃতিক পার্থক্যের কারণে অনেক অভিবাসীই ফ্রান্সের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না । তা ফ্রান্সের নাগরিকদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে । কিভাবে এ সমস্যার সমাধান করা যায় ? এ কারণে ফ্রান্সে সার্কোজীকে অনেক বেশী দরকার ।