সার্কোজি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৭ মে এক তারবার্তার মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
তারবার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও ফ্রান্সের কৌশলগত অংশীদারি সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। দু'পক্ষ রাজনৈতিক , আর্থ-বাণিজ্যিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং আইনগত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করেছে। একই সঙ্গে দু'পক্ষ উভয়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে। চীন ও ফ্রান্সের কৌশলগত অংশীদারি সম্পর্কের আরও উন্নয়ন করায় তা ভবিষ্যতে দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে । এটিও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা রাখবে। নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে, চীন ফ্রান্সের সঙ্গে দু'দেশের যৌথ বিবৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়গুলো মেনে চলতে ইচ্ছুক। এর ফলে চীন ও ফ্রান্সের মৈত্রী ও সার্বিক সহযোগিতার একটি নতুন পর্যায় উন্মোচিত হবে।
|