আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনীর মুখপাত্র ৭ মে বলেছেন, ৬ মে আফগানিস্তানের সরকারী বাহিনীর একজন সৈন্য রাজধানী কাবুলের এক কারাগারের সামনে মার্কিন বাহিনীর সামরিক গাড়িতে হামলা চালায়। এতে দু'জন মার্কিন সৈন্য নিহত হয়।
আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, দায়ী সৈন্যটি কাবুলের পুল-এ-ছারখি কারাগারে দায়িত্ব পালন করছিল। হামলার পর পরই সৈনিকটিও আফগানিস্তান সরকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। বর্তমানে আফগানিস্তান সরকার ও আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনী এই ঘটনায় তদন্ত করছে।
পুল-এ-ছারখি কারাগার হচ্ছে আফগানিস্তানের বৃহত্তম কারাগার। এখানে আল-কায়েদার কয়েক শো সদস্য এবং তালিবান সশস্ত্র ব্যক্তিরা আটক রয়েছে।
|