স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ৫ মে রাজধানী ব্রাটিসলাভায় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। কিন্তু এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে কোন প্রকার আলোচনা করে নি। এটি মার্কিন যুক্তরাষ্ট্র একটি ভুল উদ্যোগ।
ফিকো ৪ মে মস্কো সফর করেছেন। ৫ মে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করলে রাশিয়ার অস্ত্র এসব ঘাঁটির দিকে তাক করে রাখা হবে। ফিকো বলেছেন, এটি স্লোভাকিয়ার জন্য গুরুতর উদ্বেগের বিষয় হবে।
|