পরিসংখ্যান অনুযায়ী, ২০০৭ সালে পেইচিংয়ের সফটওয়্যার শিল্পে ৫০ হাজার মেধাবী কর্মীর অভাব হবে। সফটওয়্যার শিল্পের মেধাবী কর্মী ও কাঠামোর অসংগতি নিরসনের জন্য পেইচিং সফটওয়্যার শিল্পের মেধাবী কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের বিষয়টি জোরদার করবে।
জানা গেছে, পেইচিং হাই-টেক শিল্পকে কেন্দ্রীভুত করে হাই-টেক প্রযুক্তির গবেষণা, উত্পাদন এবং ব্যবস্থাপনা ক্ষেত্রের মেধাবী ব্যক্তিদের প্রশিক্ষণ জোরদার করবে এবং বিভিন্ন গোষ্ঠী ও প্রকল্পগুলো নানা উপায়ে দেশি-বিদেশি হাই-টেক মেধাবী ব্যক্তিদের আকর্ষণ করবে। এর পাশাপাশি পেইচিং শহরের শিল্প প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত সফটওয়্যার শিল্পের মেধাবী ব্যক্তির অভাব জনিত সমস্যা সমাধানের জন্য সফটওয়্যার বিষয়ক মেধাবী ব্যক্তিদের সার্বিক প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তুলবে।
এখন পর্যন্ত পেইচিংয়ের প্রায় ৩০ হাজার উচ্চ মানের সফটওয়্যার বিষয়ক মেধাবী ব্যক্তি সরকারের কাছ থেকে প্রায় ৪০ কোটি ইউয়ান রেনমিনপি বিশেষ পুরস্কার হিসেবে পেয়েছেন।
|