সম্প্রতি চীনের জাতীয় বাণিজ্য ও শিল্প প্রশাসনিক ব্যুরো প্রকাশিত এক পরিসংখ্যানে জানা গেছে, ২০০৬ সালে চীনের বিভিন্ন ট্রেডমার্কের আবেদনের পরিমাণ প্রায় ১০ লাখ, যা ২০০৫ সালের চেয়ে ২০ শতাংশেরও বেশি । চীনের বিগত বছরগুলোর ট্রেডমার্কের আবেদনের পরিমাণের সঙ্গে তুলনা দেখা যায় যে, পরপর ৫ বছর ধরে তা দ্বিচক্র হারে বৃদ্ধি পেয়েছে এবং আবেদনের মোট পরিমাণ পরপর ৫ বছর ধরে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ।
জানা গেছে, ২০০৬ সালের শেষ নাগাদ চীনের ট্রেডমার্ক আবেদনের মোট পরিমাণ ছিল ২৭ লাখেরও বেশি, এর মধ্যে বিদেশী আবেদনকারীর সংখ্যাই ৪.৯ লাখ ।
|