কেনিয়া বিমান কোম্পানির একটি যাত্রীবাহী বিমান ৫ মে কোটে ডি-ভরির রাজধানী আবিদজান থেকে ক্যামেরুনের দৌয়ালা হয়ে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে দৌয়ালা বিমান বন্দর ত্যাগ করার পর পরই বিমানটি নিখোঁজ হয়ে যায়। বিমানের চারজন চীনা যাত্রীর পরিচয় জানা গেছে।
কোটে ডি-ভরির চীনের দূতাবাস কেনিয়া বিমান কোম্পানি সূত্রে জানতে পেরেছে, চারজন চীনা যাত্রীর তিনজন পুরুষের মধ্যে দুজন হচ্ছেন চিয়াং স্যুয়ে তোং ও বিয়েন চিং জোং। একজন নারী যাত্রী হচ্ছেন সি ওয়ে শা। চতুর্থ যাত্রী হচ্ছেন শেন চেন হুয়া ওয়ে প্রযুক্তি কোম্পানির সদস্য।
উল্লেখ যে, ৫ মে গভীর রাতে কেনিয়া বিমান কোম্পানির একটি যাত্রীবাহীবোয়িং ৭৩৭-৮০০ ক্যামেরুনের দৌয়ালা বিমান বন্দর ত্যাগ করার পর পরই নিখোঁজ হয়ে যায় । বিমানে ১১৪জন যাত্রী রয়েছে । তাদের মধ্যে পাঁচজন চীনা যাত্রী। আগে কেনিয়া বিমান কোম্পানি বলেছিল, এই বিমানে ছয়জন চীনা যাত্রী রয়েছে। পর তারা শুধু পাঁচজন চীনা যাত্রী থাকার কথা নিশ্চিত করেছে। ছ'জনের অন্যজন হচ্ছে দক্ষিণ কোরিয় যাত্রী।
|