দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য বিষয়ক সদর দপ্তরের মন্ত্রী কিম হিয়ুন ছোং সফররত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিটির সদস্য পিটার ম্যানডেলসনের সঙ্গে ৬ মে সিউলে এক বৈঠকে দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দ্বিপক্ষীয় অবাধ বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু করার ব্যাপারে রাজি হয়েছে।
পাঁচ দিনব্যাপী প্রথম বৈঠকটি ৭ মে সিউলে অনুষ্ঠিত হবে। দু'পক্ষ এক বছরের মধ্যে আলোচনা সম্পন্ন করতে সক্ষম হবে বলে অনুমান করা হচ্ছে।
গত বছর দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য ছিল ৭৯.৪ বিলিয়ান মার্কিন ডলার । ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এর পাশাপাশি ই'ইউ হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম পুঁজি বিনিয়োজিত দেশ। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ায় পুঁজি বিনিয়োগের মূল্য ৪০.৫ বিলিয়ান মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
|