কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র সুয়ে লিয়াং সম্প্রতি বলেছেন, ২০০২ সালের পর চীন সরকার উত্তম বীজ বন্দোবস্তের জন্য মোট ১০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ভর্তুকি দিয়েছে। এ ব্যবস্থা ৫ কোটি ৮০ লাখ কৃষক পরিবারের জন্য কল্যাণ বয়ে এনেছে। তা বলিষ্ঠভাবে খাদ্যশস্যের স্থিতিশীল উত্পাদন এবং কৃষকদের টেকসই আয় বাড়ানোর বিষয়টিকে ত্বরান্বিত করেছে।
সুয়ে লিয়াং বলেছেন, উত্তম বীজ ভর্তুকি দেয়ার পাঁচ বছরে চীনের শ্রেষ্ঠ খাদ্যশস্য উত্পাদন অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে উত্তম ধান উত্পাদন অঞ্চল , শ্রেষ্ঠ বিশেষ গম উত্পাদন অঞ্চল , বিশেষ ভূট্টা ও সয়াবিন অঞ্চলের নির্মাণ দ্রুততর হয়েছে এবং স্থানীয় কৃষকদের আয় নিরন্তরভাবে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ যে, চীনের প্রাধান্যপূর্ণ কৃষিজাত দ্রব্যের উত্পাদন অঞ্চলের বিন্যাস এবং খাদ্যশস্যসহ নানা কৃষিজাত পণ্যদ্রব্যের বাজারে প্রতিন্দ্বন্দ্বিতার ক্ষমতা উন্নয়নের জন্য ২০০২ সাল থেকে চীন সরকার সয়াবিনের উত্তম বীজের ওপর বিশেষ ভর্তুকি দেয়া শুরু করে। তখন থেকেই ভর্তুকির আওতা ও আকার ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে।
|