সুর্যালোক প্রকল্প চালু করার ৩ বছরের মধ্যই চীনের মোট ৮৮ লাখ কৃষক এই প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের মধ্যে ৭৬ লাখের কৃষি ক্ষেত্র ছাড়াও অন্যান্য শিল্পে কর্মসংস্থান হয়েছে ।
সুর্যালোক প্রকল্প চীনের কৃষিমন্ত্রণালয়ের উদ্যোগে চালু করা হয়েছে । চীনের কেন্দ্রীয় সরকার এ প্রকল্পে ১.২ বিলিয়ন ইউয়ান পুঁজি বিনিয়োগ করেছে । জানা গেছে, প্রশিক্ষণ দেয়ার পর কর্মসংস্থান প্রাপ্ত কৃষকদের আয় অব্যাহতভাবে বাড়ছে ।
জানা গেছে, সুর্যালোক প্রকল্পে নিয়মিতভাবে প্রশিক্ষণ দেয়া এবং স্কুল ও শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যৌথ প্রশিক্ষণ দেয়ার পদ্ধতিতে কৃষকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয়েছে এবং গ্রামাঞ্চলের শ্রমিক শক্তির সুশৃঙ্খল অবস্থা ফিরে এসেছে ।
|