কামেরুন বেতারের এক খবরে বলা হয়েছে, কামেরুনে উত্তর পূর্বাঞ্চলে কেনিয়ার নিখোঁজ বিমানের উদ্ধারকাজ এখন অব্যাহতভাবে চলছে ।
জানা গেছে, উদ্ধারকারীরা নিখোঁজের একদিন পরেও বিমানটিকে খুঁজে পায় নি । তারা এখন উত্তরপূর্বাঞ্চলের লোলোডর্ফ এবং মধ্যাঞ্চলের এসেকা অঞ্চলে বিমানটিকে খুঁজতে শুরু করেছে ।
ফ্রান্স সরকার তার একটি বিমান পাঠিয়ে কামেরুনে উদ্ধারকাজে সাহায্য করছে ।
উল্লেখ যে, ৫ মে গভীর রাতে কেনিয়া বিমান কোম্পানির একটি যাত্রীবাহীবোয়িং ৭৩৭-৮০০ ক্যামেরুনের দৌয়ালা বিমান বন্দর ত্যাগ করার পর পেই নিখোঁজ হয়ে যায় । বিমানে ১১৪জন যাত্রী রয়েছে ।
|