চিয়াংসু প্রদেশের অর্থ দফতর থেকে জানা গেছে, ২০০৭ সালে চিয়াংসু প্রদেশ ৩ লাখ কৃষককে প্রশিক্ষণ দেয়ার জন্যে ১০ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে।
*হোপেই প্রাদেশিক সরকারের সূত্রে জানা গেছে, একাদশ পাঁচশালা পরিকল্পনাকালে হোপেই নতুন গ্রামাঞ্চলের নির্মাণে ১৮৬.১ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জারি করা "হোপেই প্রদেশের সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চলের নির্মাণ এবং গ্রামের অর্থনীতির উন্নয়ন সম্পর্কে একাদশ পাঁচশালা পরিকল্পনায় বলা হয়েছে, একাদশ পাঁচশালা পরিকল্পনাকালে হোপেই নিম্নোক্ত লক্ষ্যগুলো বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে। এগুলো হলো: গ্রামাঞ্চলের অর্থনৈতিক শক্তি জোরদার করা এবং কৃষকদের মাথাপিছু নেট আয় প্রতি বছর ৬ শতাংশেরও বেশী বৃদ্ধি করা।
*উপজাতিয় গ্রামাঞ্চলের তরুণ-তরুণীদের হান ভাষা শিক্ষার চাহিদা পূরণের জন্যে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল বিভিন্ন জায়গায় হান ভাষার অবৈতনিক প্রশিক্ষণ ক্লাস শুরু করেছে। এতে উপজাতিয় তরুণ -তরুণীদের হান ভাষার মান উন্নত করা এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হবে।
সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, উপজাতিয় তরুণ-তরুণীদেরকে হান ভাষা শিক্ষাদানের মাধ্যমে নৈপুণ্য হস্তগত ও আয় বাড়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।
বর্তমানে মোট ৩ হাজারেরও বেশী যুবক-যুবতী প্রশিক্ষণ পাওয়ার পর নতুন চাকরি পেয়েছেন।
*হুনান প্রদেশ সম্প্রতি গ্রামাঞ্চলের নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা বন্টন করেছে। পরিকল্পনা অনুসারে দুই বছরের মধ্যে সারা প্রদেশের সকল নগর ও জেলায় গ্রামাঞ্চলের নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা স্থাপন করা হবে।
এ পর্যন্ত হুনান প্রদেশের ৯৯টি জেলায় এ ধরণের চিকিত্সা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই সংখ্যা সারা প্রদেশের জেলার ৮১ শতাংশ।
|