v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-04 21:23:05    
চাওয়া পাওয়া(২৫ ফেব্রুয়ারী)

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজ হচ্ছে চীনের চান্দ্র নববর্ষের আগের দিনের রাত। আমাদের চীনাদের বসন্ত উত্সব হচ্ছে সারা চীনে একটি খুবই গুরুত্বপূর্ণ উত্সব।বসন্ত উত্সবকালে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের উদযাপনী কর্মসূচী থাকে। অনেক প্রাচীন ঐতিহ্যবাহী রীতি এ পর্যন্ত আমরা অনুসরণ করে এসেছি। আচ্ছা, আর বেশী কথা বলবো না। সবাই একসঙ্গে শ্রোতাবন্ধুদের পছন্দের গানগুলো শুনবো।

   গত কয়েক মাসের মধ্যে তাইওয়ান ভূমিকম্পের কারণে আমি বাংলাদেশ বা ভারতের ওয়েব-সাইটে পৌঁছুতে পারি নি। বর্তমানে নেটওয়ার্ক ব্যবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আজ থেকে আমি আপনাদের পছন্দের গানগুলো শোনানোর প্রচেষ্টা চালাবো। আশা করি আপনারা আমাকে বেশী চিঠি লিখে আপনাদের পছন্দের গানগুলোর কথা জানাবেন।

    বাংলাদেশের জামালপুল জেলার বালিজুড়ী বাজার গ্রামের অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের সভানেত্রী কামরুন নাহার শীলা আমাদের অনুষ্ঠানে শিল্পী হায়দার হোসেনের গাওয়া "৩০ বছর পর আমি স্বাধীনতাকে খুঁজছি" গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, এখন গানটি শুনি।

    বাংলাদেশের যশোর জেলার পুখুরিয়া ডিঠা গ্রামের স্বপ্নীল আকাশ খোকন আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোর-এর কন্ঠে"ডাক দিয়াছেন দয়াল আমারে" গানটি শুনতে চেয়েছেন। প্রিয় বন্ধু, এখন কি আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন? তাহলে এখন আপনার পছন্দের গানটিই শোনাই।

    বাংলাদেশের ভোলা জেলার সি আর আই লিসনার্স ক্লাবের মো: আতাউর রহমান আমাদের অনুষ্ঠানে তাঁর প্রিয় শিল্পী হাসানের একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হচ্ছে: রক্তের লোনতা স্বাদ চাই না, আমি অন্য কারো হতে চাই না, ঘড়ির কাঁটার মত টিক টিক। প্রিয় বন্ধু, আপনাদের পছন্দের গানটি আমার হাতে নেই। এখন আমরা হাসানের আরেকটি গান শুনবো। গানের নাম: দু'চোখ দিবে পাহারা ।

    বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কাটাভাঙ্গা গ্রামের সকাল আহমেদ শাহীন তাঁর চিঠিতে লিখেছেন, আমি চাওয়া পাওয়াতে শিল্পী আকবরের একটি গান শুনতে চাই। গানটি হচ্ছে, রেল গাড়িতে হঠাত্ দেখা, রেলেই ছাড়া-ছাড়ি"। এই গানটি যদি আপনাদের সংগ্রহ না থাকে তাহলে আকবরের যে কোন একটি গান শোনাবেন। আচ্ছা, প্রিয় বন্ধু, আপনাদের সমঝোতার জন্যে অনেক ধন্যবাদ। আপনাদের পছন্দের গানটি আমার হাতে সত্যিই নেই। তাই এখন এখন আকবরের গাওয়া আরেকটি গান সবাইকে উপহার দিচ্ছি। গানের নাম: হাত পাখার বাতাসে।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানে শেষ করছি। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।