চীনে শিল্প প্রতিষ্ঠানের স্বতন্ত্র উদ্ভাবন ক্ষমতা এখনো অনুন্নত । সেজন্য এ বছর চীনে রাষ্ট্রীয় মেধাস্বত্বের কৌশলের দিক থেকে শিল্প প্রতিষ্ঠানকে কেন্দ্র করে স্বতন্ত্র উদ্ভাবনার নতুন ব্যবস্থা প্রণয়ন করা হবে এবং বাজারজাতকরণ উদ্ভাবনাকে প্রধান শক্তি হিসেবে শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা জোরদার করা হবে ।
সম্প্রতি অনুষ্ঠিত একটি অধিবেশনে চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর প্রধান থিয়ান লি ফু বলেছেন , এ পর্যন্ত চীনে শুধু ০.০৩ শতাংশ শিল্প প্রতিষ্ঠানে স্বতন্ত্র মেধাস্বত্বের প্রধান প্রযুক্তি রয়েছে । ৮০ শতাংশেরও বেশি হাইটেক পণ্যদ্রব্য আমদানির ওপর নির্ভর করা হচ্ছে ।
তিনি বলেছেন , এ পরিপ্রেক্ষিতে চীন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা এবং মেধাস্বত্ব সুরক্ষার আইন ও প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের মেধাস্বত্বের উদ্ভাবন শক্তি ও ব্যবহারের ক্ষমতাকে উন্নত করা হবে ।
|