৩ মে মার্কিন তথ্য মাধ্যমের খবরে প্রকাশ, নাম প্রকাশেঅনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এ দিন বলেছেন, জাতিসংঘের বিশেষ দূত মার্টি আহতিসারির দাখিল করা কসোভোর ভবিষ্যত মর্যাদা সংক্রান্ত রিপোর্টটিকে সিদ্ধান্তের খসড়া হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন হবে বলে এই সমস্যার ব্যাপারে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যকার মতভেদ কমানো দরকার।
এই কর্মকর্তা মনে করেন, কসোভো সমস্যায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতভেদ অপরিবর্তনীয় নয় । যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই সমস্যা সমাধানের জন্য নিজেদের অবস্থার সমন্বয় করা উচিত।
তা ছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মূখপাত্র টম ক্যাসি একই দিন বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস এ মাসের মাঝামাঝি সময় রাশিয়া সফরকালে রাশিয়ার সঙ্গে কসোভোর ভবিষ্যত মর্যাদা নিয়ে আলোচনা করবেন।
|