v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-04 17:36:22    
চীন সরকার বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের পশ্চিম চীনে কাজ করতে উত্সাহ দেয়

cri
    চীন সরকার পশ্চিম চীনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদেরসংগ্রহ করছে । এখন সংগ্রহেরকাজ সুষ্ঠুভাবে চলছে । তারা শিক্ষা , চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষা ,কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিগত বিদ্যা জনপ্রিয় করা সহ নানা ক্ষেত্রে পরিসেবামুলক কাজ করবেন । যাতে স্থানীয় এলাকার অর্থনীতির উন্নয়ন , গণ উত্পাদন ও জীবনযাপনের মান উন্নতিতে সাহায্য করা যায় ।

    পূর্ব চীনের উপকূলীয় অঞ্চলের তুলনায় পশ্চিম চীনের শ্রম শক্তির উন্নয়ন অপেক্ষাকৃত অনুন্নত , উন্নয়নের মান এবং অর্থনীতি অনেকটা পশ্চাত্পদ । এর একটি গুরুত্বপূর্ণ কারণ হল , সেখানে প্রতিভাধর মানুষের সাংঘাতিক অভাব । ২০০৩ সালে চীনের কমিউনিজম যুবলিগের কেন্দ্রীয় কমিটি , শিক্ষা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগেপশ্চিম চীনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদেরস্বেচ্ছায় পরিসেবা প্রদান সংক্রান্তকর্মসূচী প্রণীত হয়েছে । কর্মসূচী অনুযায়ী প্রকাশ্যেসংগ্রহ করা ও স্বেচ্ছায় করাজ করতে চায় এমন ছাত্রছাত্রীদের তালিকাভূক্ত করা এবং নির্বাচন করাসহ নানা পদ্ধতির মাধ্যমে সরকার প্রতি বছর বিশ্ববিদ্যালয়েরকয়েক হাজার স্নাতক ছাত্রছাত্রীকেপশ্চিম চীনের দরিদ্রথানা বা থানার নিচের স্তরে এক বছর বা দু বছর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পাঠায় । বাছাইকৃত স্নাতক ছাত্রছাত্রীরা প্রধানত স্থানীয় শিক্ষা , চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান জনপ্রিয় করার ওপর কাজ করবে ।

    স্বেচ্ছাসেবকদের পরিসেবা কাজ শেষ হওয়ার পর সরকার তাদেরকে সেখানে কর্মসংস্থানে উত্সাহ দেবে । তাছাড়া তারা স্বেচ্ছায় কর্মসংস্থান নির্বাচন করে মধ্য ও পূর্ব চীনে নতুন ইচ্ছামতকাজ করত পারবে । কর্মসূচীটি কার্যকর করার গত ৫ বছরে মোট ৫০ হাজার স্নাতক ছাত্রছাত্রীস্বেচ্ছায় পশ্চিম চীনে নানা ধরণের পরিসেবা কাজ করছে । তারা তাদের কর্মক্ষেত্রে চমত্কার ভূমিকা পালন করেছে । এ সম্পর্কে যুব লীগের কেন্দ্রীয় কমিটির সম্পদক মন্ডলীর সম্পাদক লু ইউয়োংচেং ভূয়সী প্রশংসা করে বলেছেন , এই কর্মসূচী প্রক্রিয়ায় যুব সম্প্রদায়ের অনেকেই শ্রেষ্ঠ হয়ে ওঠেছেন । পশ্চিম পরিকল্পনা পশ্চিম চীনে শিক্ষা , স্বাস্থ্য,কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষ মানুষ সরবরাহ করেছে । এই সব বিশেষ দক্ষ মানুষ পশ্চিম অঞ্চলে মেধাগত সহায়তা দিচ্ছে, সেখানকার জনগণের উত্পাদন ও জীবনযাপনের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে এবং উক্তঅঞ্চলেরসুষম উন্নয়নকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে ।

    ২২ বছর বয়সী চাং ছিউওয়েন তিন বছর আগে চীনের চিয়াংসি কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগ থেকে স্নাতক হয়েছেন । তিনি সক্রিয়ভাবে পশ্চিম পরিকল্পনায় সাড়া দিয়ে দক্ষিণ পশ্চিম চীনের কুয়াংসি চুয়াং স্বায়তশাসিত অঞ্চলের এক দরিদ্র জেলায় গিয়ে পরিসেবা করছেন । তার প্রচেষ্টায়গ্রামেরকম্পিউটারের সংখ্যা এক থেকে বাড়তে বাড়তে ৬০টিতে দাঁড়িয়েছে । তিনি অর্থ সংগ্রহ করে ৪টি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন । যার ফলে ৭০০ স্কুলবয়সী ছেলেমেয়ে অব্যাহতভাবে স্কুলে লেখাপড়া করতে সক্ষম হয়েছে ।

    এখন চাং ছিউওয়েন তার স্বেচ্ছাসেবকের কার্যমেয়াদ শেষ করে স্থানীয় সরকারের একজন আনুষ্ঠানিক কর্মী হয়েছেন । এ সম্পর্কে চাং ছিউওয়েন বলেছেন , এখানে দক্ষ মানুষ অত্যন্ত প্রয়োজনীয়। আমরা বিশ্বাবিদ্যালয়ে যা শিখেছি এখানে তা দিয়ে নিজের ভূমিকা পালন করতে পারি ।

    চাং ছিউওয়েনের মতো বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা পশ্চিম চীনে তাদের দক্ষতাকেকাজে লাগিয়ে স্থানীয় নির্মাণকাজে নিজেদের ভূমিকা পালন করতে পেরেছেন । এর পাশাপাশি পশ্চিম চীনের বিরাট বাজারে তাদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে ।

    একটি পরিসংখ্যান আনুযায়ী ২০০৬ সালের অক্টোবরের শেষ নাগাদ যাদের স্বেচ্ছাসেবকের কার্যমেয়াদ শেষ হয়েছে তাদের মধ্যে ৪০ শতাংশ লোকের পশ্চিম চীনে কর্মসংস্থান হয়েছে । বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের পশ্চিম চীনে পরিসেবা করতে উত্সাহ দেয়ার লক্ষ্যে চীন সরকার ধারাবাহিক সুবিধাজনক নীতি প্রণয়ন করেছে ।

    জানা গেছে , স্বেচ্ছাসেবক কর্মসূচী অনুযায়ী এবছর বিশ্ববিদ্যালয়ের ৭০০০ স্নাতক ছাত্রছাত্রী পশ্চিম চীনের দরিদ্র এলাকায় এক বছর বা দু বছর পরিসেবা করবে । এ পর্যন্ত মোট ২১০০০ছাত্রছাত্রীপশ্চিম চীনে পরিসেবা করার জন্য আবেদন জানিয়েছে ।