চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের হিসেবে চীনের সেলফোন ব্যবহারকারী সংখ্যা ৪৮ কোটিরও বেশি । মাসিক বৃদ্ধি সংখ্যা ৬৫.২ লাখেরও বেশি ।
পরিসংখ্যানে দেখা যায় যে, চীনের সেলফোন ব্যবহারের হার ৩৫ শতাংশ । এ সংখ্যা বাড়ার পাশাপাশি , এস.এম.এস. পাঠানোর পরিমাণও অব্যাহতভাবে বাড়ছে । চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে এস.এম.এস. পাঠানোর সংখ্যা হলো ১৩৫.৮ বিলিয়ন । যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৩৭ শতাংশেরও বেশি ।
জানা গেছে, চীনের সেলফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে গ্রামাঞ্চলের অধিবাসীদের সেলফোন ব্যবহারের পাশাপাশি এক জনের একাধিক ফোন নম্বর ব্যবহার করা ।
বর্তমানে চীন হচ্ছে বিশ্বের বৃহত্তম সেলফোন ব্যবহারকারী দেশ এবং সেলফোনের বৃহত্তম রপ্তানী কেন্দ্র ।
|