২রা মে আফগানিস্তানের পুলিশ বলেছে , আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য আবদুল সবুর ফরিদ কুহেস্তানি এ দিন কাবুলে একজন অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ।
ফরিদের ছেলে বলেন , আততায়ী একটি গাড়ির ভেতর থেকে ফরিদের ওপর গুলি চালিয়ে সেই গাড়িতেই পালিয়ে যায় । কাবুলের পুলিশ ব্যুরোর উপপ্রধান বলেছেন , এই হত্যাকান্ডের কারণ অনুসন্ধান এবং দ্রুত আততায়ীকে গ্রেফতার করার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে । এ পর্যন্ত পুলিশ কোন সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পায় নি ।
আফগানিস্তানের জাতীয় সংসদ সংসদ একজন সংসদের বিরুদ্ধে এই জঘন্য হামলার তীব্র নিন্দা করেছে এবং আফগান কর্তৃপক্ষকে সংসদ সদস্যদের সুরক্ষার ব্যবস্থা জোরদার করার আহবান জানিয়েছে । ১৯৯২ সালে ফরিদ আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন । মৃত্যুর আগে তিনি ছিলেন আফগানিস্তানের উত্তরাংশের কাপিসা প্রদেশের জাতীয় সংসদের সদস্য ।
|