১৯৯৪ সালে চীনের শুল্ক বিভাগে মেধাস্বত্ব সুরক্ষার ব্যবস্থা চালু হওয়ার পর চীনের শুল্ক বিভাগ ক্রমাগতভাবে আমদানি ও রফতানির ক্ষেত্রের মেধাস্বত্ব বিরোধী ৮ হাজারেরও বেশি ঘটনা উদঘাটন করেছে । এর মূল্য প্রায় এক বিলিয়ন ইউয়ান ।
চীনের জাতীয় শুল্ক বিভাগের উপ-মহাপরিচালক কুং চেন বলেছেন , চীনের শুল্ক বিভাগের মেধাস্বত্ব সুরক্ষা সংক্রান্ত নিয়মবিধি অনুযায়ী , চীনের শুল্ক বিভাগ আমদানি ও রফতানির ক্ষেত্রে চীনের আইন ও প্রশাসনিক আইনবিধির দিক থেকে ট্রেড মার্ক বিষয়ক প্যাটেন্ট , কপি রাইট এবং কপি রাইটের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অধিকার , অলিম্পিক গেমসের প্রতীক বিষয়ক প্যাটেন্ট ও বিশ্ব মেলার প্রতীক বিষয়ক প্যাটেন্টের সুরক্ষার ব্যবস্থা নিচ্ছে ।
গত বছর চীনের শুল্ক বিভাগ ডাকযোগে নানা রকম প্যাটেন্ট বিরোধী ৪২৬টি ঘটনা উদঘাটন করেছে । এর মূল্য প্রায় ২৩.২ লাখ ইউয়ানে দাঁড়িয়েছে ।
|