|
 |
(GMT+08:00)
2007-05-03 19:34:20
|
ওলমার্ট কাদিমা পার্টির সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পেয়েছেন
cri
৩ মে ইসরাইলের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , যদিও ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গত বছর ইসরাইল-লেবানন সংঘর্ষের কারণে পদত্যাগের চাপের সম্মুখীন হচ্ছেন , কিন্তু ২রা মে অনুষ্ঠিত কাদিমা পার্টির ২৯জন সাংসদের একটি অধিবেশনে তিনি সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন পেয়েছেন । খবরে প্রকাশ , ২রা এপ্রিল ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী , কাদিমা পার্টির সদস্য জিপি লিভনি একটি প্রেস ব্রিফিংয়ে তাকে পদত্যাগের দাবি জানিয়েছেন । পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে কাদিমা পার্টির একটি পূর্ণাঙ্গ অধিবেশনে সদস্যরা গত বছর লেবানন-ইসরাইল সংর্ঘষ সংক্রান্ত বিশেষ তদন্ত কমিটির মধ্যবর্তী রিপোর্ট নিয়ে বিতর্কে অংশ নিয়েছেন । অধিবেশনের পর প্রকাশিত একটি বিবৃতিতে এই পার্টির সাংসদরা এই মত প্রকাশ করেছেন যে , তারা দৃঢ়ভাবে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ওলমার্টকে সমর্থন করেন । ইসরাইলের উপপ্রধানমন্ত্রী শিমোন পেরেস বলেছেন , ওলমার্ট পার্টির ভেতরে অভূতপূর্ব সমর্থন পেয়েছেন ।
|
|
|