v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-03 18:51:21    
মে দিবস চলাকালে পেইচিং ছিল বৈচিত্রময় সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর

cri

    এ বছরের মে দিবসের সাত দিনের দীর্ঘ ছুটিতে পেইচিংয়ে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে " পেইচিং সম্মিলন" শিরোনামে দেশবিদেশের সবার অংশগ্রহণে এক প্রীতিসম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

    বন্ধুরা , আপনারা যে সুর শুনছেন তাহল " পেইচিং সম্মিলন" শিরোনামে সপ্তমপ্রীতি সম্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গীতের একটি অংশ । গানটিতে মঙ্গোলিয়জাতির উত্স , অস্তিত্ব ও উন্নয়ন সম্পর্কে বর্ণনা করা হয় । এই গানে রয়েছে মঙ্গোলিয়জাতির কবিতা , সঙ্গীত এবং স্থানীয়অপেরা ও নাচ সহ নানা ধরণের শিল্পকলার সমন্বয় ।

    এপ্রিল মাসের শেষ দিক থেকে মে মাসের শেষ পর্যন্ত সপ্তম " পেইচিং সম্মিলন" শিরোনামের প্রীতি সম্মিলনীটিপেইচিংয়ে চলতে থাকবে । চীন ও বিদেশের মোট ৩০০টি সাংস্কৃতিক দল ও এই প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে । এবারের " পেইচিং সম্মিলন" কর্মসূচীটি "উদ্যোক্তারাষ্ট্রস্পেন ", " চীনের নাটকের শততম বার্ষিকী ", " চীন- ফ্রান্স সংস্কৃতি বিনিময়ের বসন্তকাল" এবং " চীনের নৃত্যসঙ্গীত"সহ চারটি ভাগে বিভক্ত । স্পেন পেইচিংকে তার " এম্পায়্যারো" নামক নাটক পরিবেশনের প্রথম স্থান হিসেবে মনে করে । তাছাড়া স্পেনের" সুন্দর রান্না ঘর" নামক অপেরা ও "নিজস্ব" নামে আধুনিক নৃত্য এবং স্পেনের বিখ্যাত পিয়ানোশিল্পী রোসা তোরেস পার্দোরপিয়ানো বাদনেও স্পেনিস জাতীর আবেগপূর্ণ বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

     স্পেনের সাংস্কৃতিক কাউন্সিলার কার্মেন মোরেনো বলেছেন , আমি মনে করি, চীন ও স্পেনের মধ্যে সমঝোতা বাড়ানো অত্যন্ত প্রয়োজনীয় । চীনে স্পেন বর্ষের আয়োজন করা চীনা দর্শকদের পক্ষে স্পেনকে আরও ভালভাবে জেনে নেয়ার একটি ভাল সুযোগ। আমরা পেইচিং ও সাংহাই শহরে ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি । প্রীতি সম্মিলনী অনুষ্ঠান চলাকালে স্পেনের চলচ্চিত্র দেখানো হবে । স্পেনের বেশ কয়েকটি সাহিত্য কর্ম চীনা ভাষায় অনুবাদ করা হয়েছে ।

    এ বছরের " পেইচিং সম্মিলন" শিরোনামে কর্মসূচী চলাকালে চীনের নাটকের শততম বার্ষিকী পালিত হয় । চীনের মূলভূভাগ, তাইওয়ান ও হংকংয়ের বিখ্যাত পরিচালকরা তাদের নাটক নিয়ে এসেছেন । হংকংয়ের প্রতিভাধরপরিচালক লিন ইহুয়ার নতুনতম নাটক "মাদাম বোভারিরা" ফ্রান্সের গুস্তাভি ফ্লাউবার্টের বিখ্যাত উপন্যাস" মাদাম বোভারি" অবলম্বনে নাট্যরূপ দেয়া একটি নাটক । এই নাটকে আধুনিক চীনা সমাজের বিখ্যাত নারীদের সুন্দর জীবন ও তাদের দুঃখের কথা বর্ণনা করা হয়েছে । তাছাড়া তাইওয়ানের অপেরা শিল্পী ও মূলভূভাগ চীনের পরিচালকদের নাটকগুলোও দেখানো হবে ।

    এ বছরের মে দিবসের ছুটিতে পেইচিং সিনেমা হলগুলোতে বেশ কয়েকটি বিশেষ চলচ্চিত্রও দেখানো হবে । ৫৭তম বার্লিন চলচ্চিত্র দিবসে স্বর্ণ পদকপ্রাপ্ত " তু ইয়ার বিবাহ" ছবিটি বহু সিনেমাহলে দেখানো হচ্ছে । ছবিটিতে মঙ্গোলিয় জাতির মহিলা তু ইয়া তার প্রতিবন্ধীসাবেক স্বামীকে নিয়ে নতুন পরিবার গঠনের কাহিনী বর্ণনা করা হয়েছে ।

    বন্ধুরা , আপনারা ফ্রান্সের " গ্রামীণ লোক ইয়াক " নামে ছবিটির কিছু কথাবার্তা শুনলেনতা এখন পেইচিংয়ে অনুষ্ঠিত ফ্রান্স চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয়েছে । তাছাড়া চলচ্চিত্র সপ্তাহ চলাকালে " ব্যালে রাজকুমারী" সহ ফ্রান্সের১২টি নতুন চলচ্চিত্র দেখানো হবে । এই সব চলচ্চিত্র উপভোগ করার মাধ্যমে চীনা দর্শকরা ফ্রান্সের সংস্কৃতি , রীতিনীতি , ইতিহাস ও বাস্তব অবস্থাসম্পর্কে জানতে পারবেন ।