সম্প্রতি চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির সুত্র থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম কোয়ার্টার পর্যন্ত মোট ৪৯টি বিদেশী পুঁজি বিনিয়োজিত বীমা কোম্পানি চীনে ১৩২টি শাখা সংস্থা প্রতিষ্ঠা করেছে।
বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির আন্তর্জাতিক বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিদেশী পুঁজি বিনিয়োজিত বীমা কোম্পানিগুলো অপেক্ষাকৃত ভালোভাবে উন্নত হয়েছে। তাদের বীমা থেকে আয় ২০০১ সালের প্রায় ৩৩০ কোটি ইউয়ান রেনমিনপি থেকে বেড়ে ২০০৬ সালের শেষ পর্যন্ত প্রায় ২৬ বিলিয়ন ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে।
তিনি বলেছেন, ভবিষ্যতে চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয়ভাবে চীনের বার্ধক্য , স্বাস্থ্য, কৃষি ও দায়িত্ব বীমা এই চারটি ক্ষেত্রের উন্নয়ন করবে। এ ছাড়াও চীনের মধ্য-পশ্চিম অঞ্চলে বিদেশী পুঁজি বিনিয়োজিত বীমা কোম্পানিগুলোর শাখা অফিস প্রতিষ্ঠা এবং তাদের বীমা ব্যবসার সম্প্রসারণে সাহায্য করবে।
|