ইসরাইলী সংসদের ক্ষমতাসীন ইউনিয়নের চেয়ারম্যান , কাদিমা পার্টির সদস্য আভিগদোর ইজাকি ২ মে পদত্যাগের কথা ঘোষণা করেছেন ।
ইসরাইলের কাদিমা পার্টি এ দিন এক সম্মেলনে গত বছরের লেবানন-ইসরাইল সংঘর্ষের তদন্তের দায়িত্ব বিশেষ কমিশনের দাখিলকৃত রিপোর্ট নিয়ে আলোচনা করেছে । সম্মেলনের শুরুতেই ইজাকি ক্ষমতাসীন ইউনিয়নের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন , তিনি প্রধান মন্ত্রী এহুদ ওলমার্টকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন ।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী জিপি লিভনীও এ দিন জেরুসালেমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওলমার্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন । লিভনী বলেছেন , তিনি মনে করেন গত বছর লেবানন ও ইসরাইলের সংঘর্ষে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে । তবে বিশেষ তদন্ত কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে , প্রধান মন্ত্রী ওলমার্ট সংঘর্ষ অবসানের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু ভুল করেছেন , তাই ওলমার্টকে পদত্যাগ করতে হবে ।
একই দিন , ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহে বলেছেন , ইসরাইলের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলেও ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চায় ।
|