v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-02 20:55:35    
চীনা ভাষা শেখার "ক্ষুদ্র জাতিসংঘের" সদস্যরা

cri

    ২২ বয়সী মার্কিন মেয়ে ভিনাসা উত্তর চীনের তা লিয়ান শহরের টেকনোলাজি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে । সম্প্রতি সে একটি বড় কাজ করেছে । সে এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় ইন্সটিটিউটে বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি ছাত্রছাত্রীদের নিয়ে একটি ক্ষুত্র জাতিসংঘ গঠন করেছে । যদি শ্রোতা বন্ধুরা জিজ্ঞেস করেন , তার এমন একটি সংস্থা গঠনের উদ্দেশ্য কী ? আসলে তাদের উদ্দেশ্য হল একসঙ্গে চীনা ভাষা শেখার সুবিধার জন্য । এ সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে ভিনাসা "ক্ষুদ্র জাতিসংঘের" অনুষ্ঠানে সবাই চীনা ভাষা বলার নীতি প্রণয়ন করেছে । যদিও কিছু ছাত্রছাত্রীদের চীনা ভাষা ভালো না , মাঝে মাঝে ভুল করে সবাই হাসে , তবে সবাই অনেক চেষ্টা করে চীনা ভাষা শিখছে ।

    ২০ বছর বয়সী রুস ছেলে বাসা খুব লাজুক । সংবাদদাতার সঙ্গে আলাপ করার সময় তা একটু লজ্জা বোধ হয় । যখন সংবাদদাতা তাকে চীনা ভাষা শেখার অনুভূতি কি এ প্রশ্ন জিজ্ঞেস করে , তার মুখ লাল হয়ে যায় । তার রুশ বন্ধু সংবাদদাতার কথা তার জন্য অনুবাদ করার পর সে এ উত্তর দিয়েছে যে , চীনা ভাষা শেখা ভালো, চীনা ভাষা শেখা সত্যিই ভালো , ভাবিষ্যতে কাজে লাগানো যাবে ।

    বাসার সঙ্গে চীনে এসে চীনা ভাষা শেখার আরেক জন রুশ ছেলে আছে , তার নাম আন্দন । সংবাদদাতা দেখেছে যে তার প্রশ্ন অনেক বেশি । সে সংবাদদাতাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে এবং ভালোভাবে সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয় । ২২ বয়সী ডেনিয়েল খুব প্রাণচঞ্জল । সে ক্যানাডা থেকে তা লিয়ানে এসেছে মাত্র দু'সপ্তাহ । এ "ক্ষুদ্র জাতিসংঘে" তার চীনা ভাষা সবচেয়ে খারাপ । তবে ডেনিয়েল কোন চীনাদের সঙ্গে কথা বলার সুযোগ ছেড়ে দেয় না । সে সহজ চীনা ভাষায় সংবাদদাতাকে বলে , তা লিয়ান , দুষণ নেই , তা লিয়ানীরা আমার সঙ্গে খুব বন্ধুত্ব করে , চীনে খাবারের প্রকার অনেক বেশি ।

    ডেনিয়েলের চেয়ে থাইল্যান্ড থেকে আসা নাতাচাই-এর চীনা ভাষা শেখার কারণ আলাদা । সে বান্ধবীর সঙ্গে যাওয়ার জন্য চীনে এসে চীনা ভাষা শিখে । নাতাচাই সংবাদদাতাকে বলে , এখন সে ও তার বান্ধবীর চীনা ভাষা শেখার আগ্রহ দিন দিন বাড়ছে । তারা চীনে ভাষা বিষয়ক মাস্টার ডিগ্রী পড়তে চায় । তারা মনে করে চীনা ভাষা বেশ কঠিন । চীনের আরো বেশি শহরে ভ্রমণ করার পরিকল্পনাও তাদের রয়েছে ।

    আরো ভালোভাবে চীনা ভাষা শেখার জন্য , প্রতিষ্ঠাতা ভিনাসা জিনিস কেনাটাকেও মৌখিক চীনা ভাষা চর্চার সুযোগ হিসেবে মনে করে । ভিনাসা বলেছে , সে কেনাকাটা পছন্দ করে । বিশেষ করে চীনা ভাষায় বিক্রেতার সঙ্গে কেনাকাটার সময় কথাবার্তা বলা ।

    ইন্দোনেশিয়া থেকে আসা ইমানুরের বয়স ২৬ বছর । তা লিয়ানে দু'বছর চীনা ভাষা শিখেছে বলে তার চীনা ভাষা অনেক ভালো । চীনা ভাষা শেখার সঙ্গে সঙ্গে সে তা লিয়ান সম্পর্কেও ভালো জানে । তা লিয়ানের কয়েকটি দর্শনীয় জায়গা সম্পর্কে সে সব জানে । ইমানুর বলেছে , ইন্দোনেশিয়ার জনগণের চোখে চীন বহু দূর এবং খুব আকর্ষণীয় । তার বাড়ি ইন্দোনেশিয়ার একটি গ্রামে । চীনে আসতে এবং চীনা ভাষা শিখতে পেরে সে এর জন্য খুব আনন্দিত । কারণ , যুবকরা সবাই জানে , চীনের শক্তি দিন দিন বাড়ছে । ইমানুর আরো বলেছে , সে আরো বেশি প্রচেষ্টা চালাবে , যখন সে দেশে ফিরে গিয়ে কাজ করবে , তখন যদি ভালো চীনা ভাষা বলতে পারে , তাহলে তা আমার চাকরি ও জীবনের জন্য অনেক সুবিধা যোগাবে ।