ঈথিওপিয়ায় চীনা শিল্পপ্রতিষ্ঠানের অপহৃত সাত জনকর্মী উদ্ধারের পর ২ মে বিকালে নিরাপদে পেইচিংয়ে ফিরে এসেছেন । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় , বাণিজ্য মন্ত্রণালয় এবং চীনের তেল ও রসায়নিক কোম্পানিসহ সংশ্লিষ্ট পক্ষের বিশেষ কর্মকর্তাগণ বিমান বন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান ।
এখন এ সাতজনের শরীর ও মানসিক অবস্থা ভালো রয়েছে। তাঁরা দু'একদিনের মধ্যে নিজেদের বাড়ী চীনের হে নান প্রদেশে যাবেন।
ঈথিওপিয়ায় চীনের যৌথ কাজকর্ম গ্রুপের প্রধান ওয়াং শেং ওয়েন বলেছেন, এ সাতজনের নিরাপত্তার বিষয়টি দেশের নেতৃবৃন্দ এবং জনগণের সেবার সঙ্গে সম্পর্কিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় , বাণিজ্য মন্ত্রণালয় এবং ঈথিওপিয়ায় চীনের দূতাবাসসহ সংশ্লিষ্ট বিভাগ এবারের উদ্ধারের জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছে। ওয়াং শেং ঈথিওপিয়া সরকার এবং রেড ক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটিসহ বিভিন্ন ক্ষেত্রের সংশ্লিষ্ট পক্ষগুলোও সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
২৪ এপ্রিল , ঈথিওপিয়ায় চীনের তেল ও রসায়নিক কোম্পানির একটি শাখা সংস্থায় ২০০ জনেরও বেশি অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এতে মোট ৯জন নিহত , ১জন আহত এবং ৭জন অপহৃত হয়েছিল।
|