v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-02 19:16:54    
আহসানুল কবীরের সাক্ষাত্কার

cri

    বাংলাদেশের ছাত্র আসানুল কবীর এখন পেইচিংয়ে লেখাপড়া করছেন। তিনি আমাদের ওয়েবসাইটের ওপর বেশি মনোযোগ দিয়েছেন। তাঁর লেখা প্রায়ই আমাদের কাছে পাঠান। সম্প্রতি আমাদের সংবাদদাতা সুবর্ণা তাঁর সাক্ষাত্কার নিয়েছেন।

    প্রঃ আপনার কি ডায়রী লেখার কি অভ্যাস আছে?

    উঃ এটা শুরু করেছি গত বছর। আগে কখোনো ছিল না।

 প্রঃ এখন এই ডাইরী আপনি কি নিয়মিত লিখছেন?

 উঃ এ বছর এখনো শুরু করি নি। ভাবছি কিছু দিনের মধ্যেই শুরু করবো।

 প্রঃ চীনের যুবক-যুবতীরা নিজেদের ব্লগ খুলে কাজ করতে পছন্দ করে। আপনার নিজের কি কোন ব্লগ আছে?

 উঃ আছে। আমার হোম পেইজে ছবি আছে। ইদানিং আমি কতগুলো ডিশ ও ছাইয়ের ছবি রেখেছি।

 প্রঃ মানে চীনা রান্না ?

 উঃ চীনা আছে, ইন্ডিয়ান আছে, বাঙালী আছে , কোরিয়ান আছে। কয়েক দিন আগে আমার ক্লাসমেট হোং মু ও কয়েকজন মিলে চিঙ্গারীতে গিয়েছিলাম। চিঙ্গারীতে এখন আছে বুফে এবং খরচ অনেক বেশি না, সেখানে আমরা কিছু বাংলাদেশী খাবারের ছবি তুলেছি। পরে তা আমার হোম পেইজে সাপলোটভ দিয়েছি।

 প্রঃ তাহলে আপনার হোম পেইজে কি চীনা ভাষা ও বাংলা ভাষা আছে?

 উঃ হোম পেইজের নামটা বাংলায়। তারপরে ওয়েবসাইটটা হচ্ছে চাইনীজ ভাষায় এবং কিছু কিছু আছে কোরীয়ান ভাষায়। কারণ আমাদের কোরীয়ান বন্ধুরাও মাঝে মাঝে ভিজিট করেন। তাই চায়নীজ ও কোরিয়ান দিয়েছি। বাংলা দেয়ার চিন্তাভাবনা করছি। তবে বাংলা আমার কম্পিউটার থেকে করা যায় না। তাই বাংলাটা এখনো শুরু করি নি।

 প্রঃ আপনার ওয়েবসাইটের মাধ্যমে নতুন কোন বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়েছে কি?

 উঃ কয়েক দিন আগে একটি বিশ্ববিদ্যালয়ের কুও সিয়াওমিং নামে একজনের সঙ্গে সম্পর্ক হয়েছে। সে বলেছে , আমার ওয়েবসাইটটি ভালো।

 প্রঃ আপনার ডায়রী দেখে আমি বুঝেছি যে, আপনি চীনের অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন? কোন কোন জায়গা ভ্রমণ করেছেন?

 উঃ শেন ইয়াং, ছংদু, লু জই, ইপিন, থিয়েন চিন এবং গত কয়েক দিন আগে সিংথাই গিয়েছি।

 প্রঃ আপনার এই ভ্রমণ কি শুধু ভ্রমণের জন্য না অন্য কোন কাজ ছিল?

 উঃ শেন ইয়াং-এ আমার বাঙালী বন্ধুর কাছে বেড়াতে গিয়েছি। ছংদুতে, লু জউতে , ইপিং-এ বন্ধুদের কাছে গেছি।

 প্রঃ চীনের অন্য অঞ্চল দেখার পর পেইচিং-এর সঙ্গে তুলনা করে আপনার ধারনা কি?

 উঃ পেইচিং হচ্ছে অনেক বড়। পেইচিং এর বেশীর ভাগ রাস্তা হচ্ছে খোয়ান। অন্য কোন জায়গায় তো খোয়ান রাস্তা নেই। আমি জানি না কোথাও আছে কিনা?

 প্রঃ খোয়ান এর বাংলা কি?

 উঃ এর মানে ওয়াইড বা প্রসস্ত। বেইজিং হচ্ছে ইউরোপের কয়েকটি দেশের সমান। বেইজিং-এ অনেক কিছু আছে, অনেক সপিং প্লেস, ঘোরার জায়গা সব আছে।

 প্রঃ শেন ইয়ান, ছংদু ও অন্য শহরে যাবার পর আপনার ধারণা কি? মানে ঐ সব শহরের বৈশিষ্ট কি?

 উঃ শেনইয়াং-এ আমি উপভোগ করেছি বরফ পড়ার দৃশ্য। যা বাংলাদেশে কখনো দেখি নি। ছংদুতে শুনেছি কোন কোন বছরে বরফ পড়ে আবার কোন কোন বছরে পড়ে না। এ সব জায়গা বাংলাদেশের মত গরম নয়। এ সব জায়গায় সাইকেল চালালেও হাত জমে যায় না। বেইজিংয়ে যদি গ্লোভম না পরি , তাহলে হাত একদম অবশ হয়ে যায়।

 প্রঃ ছংদুতে খাবার খেয়েছেন?

 উঃ হ্যাঁ, কুম পা জিটিং, লা জা চিটিং, মাফো তওফু খেয়েছি। আমরা ঝালও খেতে পারি , কোন সমস্যা নেই আমার। তবে মনে করি কুমপাওজিটিংটি ভালো। শুনেছি এখানে বিদেশী যারা আসেন শুরু থেকেই তারা তা পছন্দ করেন।

 প্রঃ আপনি কি নিজে কখনো চীনা খাবার রান্না করেছেন?

 উঃ আমি রান্না ভালো জানি না, তবে পেওয়াইতে থাকতে করতাম। আলু ভর্তা ডিম ভাজি করতাম। দেশেও আমি রান্না করি নি। এখানে এসে আমি রান্না করি নি। কারণ চুলা নেই ।

 প্রঃ চীনে এসে আপনার সবচেয়ে বড় সমস্যা কি এবং আপনার বড় সাফল্য কি?

 উঃ চীনে এসে সবচে বড় সমস্যা যেমন আমাদের ধর্ম মুসলিম, এখানে মুসলিম খাবার সমস্যা। মুসলিম রেস্টুরেন্ট আছে দুরে ।

 প্রঃ আপনার ইউনিভাসিটিতে মুসলিম ক্যান্টিন নেই?

 উঃ মুসলিম ক্যান্টিন আছে, চিংজাই সিখান আছে। তবে সেটা নির্দিষ্ট সময়ে খেতে হয়। বাইরেও আছে , তবে খরচ একটু বেশি। চায়নাতে আমার তেমন সমস্যা হয় না, কারণ এখানে অনেক হুই জাতি আছে।

 প্রঃ সবচেয়ে বড় সাফল্য কি?

 উঃ সবচেয়ে বড় সাফল্য , দেশ ত্যাগ করে এখানে লেখাপড়া করতে এসে অনেক কিছু শিখেছি। অনেক দেশের বন্ধুদের সঙ্গে পরিচিত হয়েছি। অনেক দেশের কালচারাল পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছি এবং অনেক বিদেশীর সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছি।

 প্রঃ নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে কি?

 উঃ হ্যাঁ, অভিজ্ঞতা অনেক উন্নতি হয়েছে।

 প্রঃ আচ্ছা, বাংলাদেশের বন্ধু-বান্ধবীদের ও আত্মীয় স্বজনের সঙ্গে কি আপনি কথা বলতে চান?

 উঃ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের বলতে চাই যে, বর্তমানে আমি যে কাজ করছি তা যেন ভালোভাবে করতে পারি সেই দোয়া চাচ্ছি। এবং প্রতিদিন যেন ভালোভাবে থাকতে পারি। ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি।

 প্রঃ আপনি যে চীনা ভাষা শিখেছেন এবং চীনের সম্পর্কে আপনার আগ্রহ দেখে শুনে আমি খুব খুশী হয়েছি। আশা করি আপনার ভবিষ্যতের পড়াশুনা আরো ভালোভাবে চলবে এবং আপনার ভবিষ্যত আরো উজ্জ্বল হবে। ধন্যবাদ।