পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও মধ্য চীনের হোনান প্রদেশ পরিদর্শন করেছেন । পরিদর্শনকালে তিনি চীন সরকারের পক্ষ থেকে সারা দেশের শ্রমজীবিদের উত্সবের অভিনন্দন ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন ।
৩০ এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত হু চিন থাও হোনান প্রদেশের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান , গ্রামাঞ্চল ও শহরের আবাসিক এলাকা পরিদর্শন করেছেন এবং উত্সবের সময় কর্মরত শ্রমিক ও পুলিশদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা করেছেন । তিনি চীনের দ্বিতীয় বৃহত্তম নদী-হোয়াং হো নদীর জলসেচ প্রকল্পও পরিদর্শন করেছেন ।
পরিদর্শন শেষে হু চিন থাও এই আশা প্রকাশ করেছেন যে , হোনান প্রদেশের বিভিন্ন পর্যায়ের সরকার মধ্য চীনের বিকাশের সুযোগকে কাজে লাগিয়ে কার্যকরভাবে অর্থনৈতিক বিকাশের উত্কর্ষ ও ফলপ্রসূতা বাড়াবে এবং অর্থনীতি ও সমাজের আরো সুষ্ঠু ও দ্রুত বিকাশকে ত্বরান্বিত করবে ।
|