চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক , চীনের প্রতিনিধি চাং ইয়ান ১লা মে পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তি সংক্রান্ত একটি আন্তর্জাতিক অধিবেশনে ভাষণ দিয়েছেন । তিনি তার ভাষণে পরমাণু অস্ত্রের অবিস্তার , আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ উপায়ে পরমাণু শক্তি ব্যবহারের ব্যাপারে চীন সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন ।
তিনি বলেছেন , পরমাণু অস্ত্রের অবিস্তার করতে হলে সর্বপ্রথমে জাতিসংঘের সংবিধানের লক্ষ্য ও নীতি এবং অন্যান্য সর্বজনস্বীকৃত আন্তর্জাতিক আইনবিধি মেনে নিতে হবে । দ্বিতীয়তঃ সংলাপ ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরমাণু অস্ত্রের অবিস্তার সমস্যার নিষ্পত্তি করতে হবে । তৃতীয়তঃ আন্তর্জাতিক পরমাণু অস্ত্রের অবিস্তার ব্যবস্থা জোরদার করা পরমাণু অস্ত্রের অবিস্তার ক্ষেত্রের একটি বাস্তবিক ও জরুরী কর্তব্য ।
তিনি বলেছেন , শান্তিপূর্ণ উপায়ে পরমাণু শক্তিকে কাজে লাগানো পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য । এটাও পরমাণু অস্ত্রবিহীন দেশগুলোর একটি বৈধ অধিকার ।
|