১ মে চীনের বিভিন্ন অঞ্চলে আনন্দময় উত্সবের পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চীনের জনসাধারণ নানা কর্মসূচীর মাধ্যমে শ্রমিকদের এই উত্সব উদযাপন করেছেন।
উত্তর চীনের থিয়েনচিন শহরের পর্যটন বিভাগ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে জড়িত ৫০০ জনেরও বেশি শ্রমিকদের নিয়ে শহর ঘুরেছে। পূর্ব চীনের চেনচিয়াং প্রদেশে প্রায় ৩০ লাখ কর্মীর ভোটের মাধ্যমে প্রাদেশিক পর্যায়ের দশ জন শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রত্যেকেই ১ লাখ ইউয়ান রেনমিনপি পুরস্কার পেয়েছেন। মধ্য চীনের হুপেই প্রদেশের উহান শহরে দশ বারোটি চমত্কার নাটক পরিবেশিত হয়েছে। মে দিবসের ছুটি চলাকালে কৃষক ও শ্রমিকদের জন্য শত বার বিনা ব্যয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। তা ছাড়াও আরো কিছু কিছু অঞ্চলেও শ্রমিকদের শ্রম প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতার আয়োজন করেছে।
পেইচিং, হারবিন, উহান ও শেনচেনসহ চীনের প্রধান প্রধান পর্যটন শহরগুলোর দর্শনীয় স্থানে পর্যটকের ভীড় লক্ষ করা গেছে। প্রধান প্রধান দর্শনীয় স্থানের হোটেলের ৯০ শতাংশেরও বেশী রুম আগেই বুক করা হয়ে যায়। ১ মে বিকাল ৫টা পর্যন্ত চীনের মূলভূভাগের প্রায় ২ লাখ পর্যটক হংকংয়ে বেড়াতে গেছেন।
|