v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-02 18:48:02    
পয়লা মে'র দীর্ঘ ছুটিতে চীনের কেনা-বেচা বাজার চলছে পূর্ণ উদ্যমে

cri
    আগের বছরের মে দিবসের সাত দিনের দীর্ঘ ছুটির মতো এ বছরের মে দিবসের সাত দিনের দীর্ঘ ছুটিতে চীনের পণ্য-দ্রব্য বাজারও পূর্ণ উদ্যমেচলছে । এ কয়েক দিনে চীনের বিভিন্ন জায়গার বাজারগুলো নানা পদ্ধতির মাধ্যমে বৈচিত্রময় পণ্য ও শ্রেষ্ঠ পরিসেবা দান করে ক্রেতাদেরআকর্ষণে সক্ষম হয়েছে ।

    এ বছরের মে দিবসের ছুটিতে উত্তর চীনের উপকূলীয় থিয়েনচিন শহরের বাণিজ্য কেন্দ্রে অবস্থিত মৈত্রী দোকানসহবেশ কয়েকটি দোকানে ক্রেতাদের আকর্ষণ করার জন্য পণ্যদ্রব্যের দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে।এ সম্পর্কে মৈত্রী দোকানের উন্নয়নবিভাগের কর্মকর্তা মাদাম চি ছিউপিং বলেন, আমাদের মৈত্রী দোকানে প্রধানত ভারসাক ও জেনা সহ বিখ্যাত মার্কার দ্রব্য বিক্রি করা হয় । সবাই জানেন , বিশ্ব বিখ্যাত মার্কার পণ্যদ্রব্যের হ্রাসকৃত মূল্যে বিক্রিকরা হয় না । কিন্তু ক্রেতাদেরচাহিদা মেটানোর জন্য উত্সব বা ছুটির সময় আমরা হ্রাসকৃত মূল্যে বিক্রিকরার ব্যবস্থা নেই । ফলে ক্রেতারা এতে আকৃষ্ট হন এবং আমাদের দোকান ক্রেতাদের বিনোদন ও বিশ্রামেরএকটি চমত্কার জায়গায় পরিণত হয় ।

    পেইচিংয়ের পণ্যদ্রব্য বাজার অত্যন্ত তত্পর বাজার । মে দিবসের সময় সারা চীন এবং বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা পেইচিং ভ্রমণ করতে পছন্দ করেন । ফলে পেইচিংয়ের বাজার আরও তত্পর হয়ে ওঠে । পেইচিং শহরের কেন্দ্রে অবস্থিত সিতান বাণিজ্যএলাকা একটি দোকান বহুল এলাকা । দীর্ঘ ছুটির সময় ক্রেতারা জিনিস কিনতে সর্বপ্রথমে এখানেই আসেন । সিতান মার্কেট এই বাণিজ্য কেন্দ্রের একটি বৃহত্তমমার্কেট । ক্রেতাদের আকর্ষণ করার জন্য এ কয়েকদিনে সিতান মার্কেট বিনাখরচে সদস্য কার্ড দেয়া এবং প্রাসঙ্গিক পরিসেবা দানের তত্পরতার আয়োজন করছে । এ বছর মে দিবসের দীর্ঘ ছুটিতে সিতান মার্কেটের কেনা-বেচা সম্পর্কেসিতান মার্কেটের পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কাও ইয়াং খুব আশাবাদী । তিনি বলেন , গত বছর মে দিবসের ৭দিন ছুটিতে সিতান মার্কেট মোট ৩ কোটি ৪৬ লাখ রেনমিনপি আয় করেছে । প্রতি দিনগড়ে ৩৮ হাজার ক্রেতা যাতায়াত করে । এ বছর মোট বিক্রয়মূল্য ৪ কোটি ১০ লাখ রেনমিনপি হবে এবং প্রতিদিন ৪৫ হাজার ক্রেতারযাতায়াত বলে অনুমান করা হচ্ছে ।

    চুংইউ বিভাগীয় দোকান সিতান বাণিজ্য এলাকার আরেকটি বৃহত্তম দোকান । এই দোকানের কর্মকর্তা মাদাম লিয়াং লি বলেছেন , চুংইউ দোকানের ওয়েবসাইটে কুইকস্লিভার নামে মার্কারজিনিসপত্র বিক্রির জন্য এক বাপক তত্পরতার আয়োজন করা হয়েছে । তত্পরতার ফলাফলে আমরা অত্যন্ত সন্তুষ্ট । গত মে দিবসের ছুটির সময় প্রতি দিনই চুংইউ দোকানের বিক্রয়মূল্য ১কোটি রেনমিনপি হয়েছে । এ বছর বিক্রয়মূল্য আরও বেশি হবে বলে অনুমাণ করা হচ্ছে ।

    চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের একটি পরিসংখ্যানে জানা গেছে , ২০০৫ সালে র মে দিবসের সাত দিনের দীর্ঘ ছুটিতে চীনের সামাজিক পণ্যদ্রব্যের মোটখুচরা বিক্রয়মূল্য ২৪০ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছিল । ২০০৪ সালের অনুরূপ সময়ের তুলনায় তা ১৭ শতাংশ বেশী। ২০০৬ সালের মে দিবসের ছুটিতে মোট খুচরা বিক্রয়মূল্য ২৭৮ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে , অনুরূপ সময়ের তুলনায় তা ১৬ শতাংশ বেশী ।

    দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরের মাদাম চাংছেন কুয়াংচৌ থিয়েনহোছেংমার্কেটে একটি ডিজিট্যাল ক্যামেরা কিনতে যান । তিনি বলেছন , আমার বাবা মা প্রায়ই বাচ্চাকে নিয়ে বেড়াতে যান । একটি ডিজিট্যাল ক্যামেরা কিনলে তাদের সুবিধা হবে । ক্যামেরা থাকলে ভ্রমণের সময় ছবি তোলা অত্যন্ত সুবিধাজনক । দোকানদারের কথা শুনে ভাল লেগেছে বলে আমি ক্যামেরাটি কিনলাম । ডিজিট্যাল ক্যামেরা সম্পর্কে আমি বেশি জানি না । তারা আমাকে ভাল করে ব্যাখ্যা করেছেন ।

    দোকানগুলোরনানা ধরণের তত্পরতার সামনে ক্রেতাদের বিচারবুদ্ধি অনেক বেড়ে গেছে । মাদাম সিয়েইয়ু কুয়াংচৌ চেনচিয়াং মার্কেটেজিনিস কিনছেন । তিনি বলেছেন , মে দিবসের ছুটিতে বড়বড় দোকানে প্রায়ইএ ধরণের তত্পরতার আয়োজন করা হয় । দীর্ঘছুটির আগে আমি দোকান ঘুরে ঘুরে যদি পছন্দনীয় জিনিস দেখি তাহলে দীর্ঘ ছুটিতে দোকানে হ্রাসকৃত মূল্যে বিক্রি করার সময় আমি কিনতে আসি । তখন অনেক সস্তা হয় ।