মার্কিন প্রেসিডেন্ট বুশ পয়লা মে কংগ্রেসে গৃহীত মার্কিন বাহিনীর ইরাক থেকে প্রত্যাহারের সময়সীমা বেধে দেয়াসহ জরুরী যুদ্ধ বরাদ্দ বিলটি নাকচ করে দিয়েছেন। এটি হলো তাঁর প্রেসিডেন্ট পদে নিযুক্তির পর , দ্বিতীয়বারের মতো কোন বিল অনুমোদন না করা।
এদিন বুশ বলেছেন, এ প্রস্তাবের মধ্যে ইরাক থেকে মার্কিন সৈন্যবাহিনী প্রত্যাহারের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। তিনি বলেন, প্রত্যাহারের সময় নির্ধারণ করে মানে শত্রুকে প্রত্যাহারের নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া । এর ফলে ইরাকে মার্কিন বাহিনীর ভেতর জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণেই বিলটিকে নাকচ করা উচিত। এদিন সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে তিনি জনগণকে এ সিদ্ধান্তের কথা ব্যাখ্যা করেছেন।
এ বিলটি বুশ নাকচ করার পর, কংগ্রেসের উচ্চতর সংসদ ও নিম্ন পরিষদ পৃথক পৃথকভাবে উভয়েই দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে একটি যৌথ প্রস্তাব গ্রহণ করে বুশের এ সিদ্ধান্তকে বাতিল করতে পারবে। তবে এ ব্যাপারে জেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে বুশের এ সিদ্ধান্ত বাতিল করার সম্ভাবনা ছিলো না। এ অবস্থায় কংগ্রেসকে একটি নতুন বরাদ্দ বিল দাখিল করতে হবে। এর ওপর পুনরায় ভোট গ্রহণের পর, তা অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে প্রেরণ করা হবে।
|