পয়লা মে যুক্তরাষ্ট্রের সঞ্চয় কমিটির চেয়ারম্যান বেন এস. বার্নানকে বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির অব্যাহত সমৃদ্ধির বাণিজ্যিক সুযোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । কিন্তু বাণিজ্যিক সংরক্ষণবাদ এবং বিচ্ছিন্নকরণ যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং ক্রেতাদের স্বার্থ্যের জন্য ক্ষতিকর হবে ।
মনটানা অঙ্গরাজ্যের অর্থনীতির উন্নয়ন শীর্ষক এক সম্মেলনে তিনি বলেছেন, শুল্ক উন্নত করা এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বাণিজ্যের ওপর সীমাবদ্ধতা আরোপ করা খুবই ভুল । যদিও এ পদ্ধতিতে শিগগিরি কর্মসংস্থানের চাপ কমাতে সাহায্য করবে, কিন্তু দীর্ঘকাল এ পদ্ধতিতে চললে সংশ্লিষ্ট শিল্পের খরচ বেড়ে যাবে । ফলে মার্কিন ক্রেতাদের বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হবে এবং মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক শক্তি কমতে থাকবে ।
যুক্তরাষ্ট্রের বিরাট বাণিজ্যিক ঘাটতি প্রসঙ্গে তিনি বলেছেন, বাণিজ্যের অসম্মতার মূল কারণ হচ্ছে সঞ্চয় কম ও ক্রেতা বেশি ।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত বছর মার্কিন বৈদেশিক বাণিজ্য ঘাটতির সংখ্যা ৭৬৫.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
|