চীনের সমাজ ও বিজ্ঞান একাডেমীর গ্রাম উন্নয়ন গবেষণা বিভাগের প্রকাশিত "গ্রামীণ অর্থনীতির সবুজ পত্রে" বলা হয়েছে , ২০০৬ সালে চীনের কৃষকের মাথাপিছু নিট আয় ৩৫৮৭ ইউয়ানে দাঁড়িয়েছে । তা আগের বছরের তুলনায় ৭.৪ শতাংশ বেশি ।
১৯৯৭ সালের পর চীনের কৃষকদের নিট আয়ের বৃদ্ধি হার এ প্রথমবার ৭ শতাংশ ছাড়িয়েছে । তা আগের অনুমানের চেয়ে কিছুটা বেশি ।
সবুজ পত্রে বলা হয়েছে , ২০০৬ সালে বেতন বৃদ্ধি হল কৃষকদের আয় বেড়ে যাওয়ার অন্যতম কারণ । ২০০৬ সাল পর্যন্ত চীনের গ্রামের দরিদ্র লোকসংখ্যা ২ কোটি ২৮ লাখ ৮০ হাজার , তা আগের বছরের চেয়ে ৯.২ শতাংশ কম ।
|